শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ১৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশিদেরও ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি

আন্তর্জাতিক ডেস্ক ## ভারতের পর এবার বাংলাদেশিদেরও ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। বুধবার ভারত থেকে আসা ২১৪ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। এর আগে আসা ৩০০ জনকে পুলিশ এখনো খুঁজে বেড়াচ্ছে। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভারতে করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় বাংলাদেশিদেরও ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

করোনা সংক্রমণ রোধে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে ইতালি। এর অংশ হিসেবে এবার দেশটি বাংলাদেশি নাগরিকদের ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

মঙ্গলবার রাতে এক অধ্যাদেশে দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্পারান্সা স্বাক্ষর করার পর থেকেই এ আদেশ কার্যকর হয়েছে। এতে বলা হয়, গত ১৪ দিন ভারত কিংবা বাংলাদেশে অবস্থান করেছেন এমন কোন যাত্রীকে ইতালিতে প্রবেশ করতে দেওয়া হবে না। ভারত এবং বাংলাদেশের করোনা পরিস্থিতির ওপর তাদের ইতালি সরকার নজর রাখছে বলেও জানানো হয়।

বাংলাদেশিদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় সমুদ্রসৈকতের গ্রীষ্মকালীন ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। যাদের বেশির ভাগই বছরে মাত্র তিন মাস সি বিচে ব্যবসা করে থাকেন।

এদিকে বুধবার ভারত থেকে আসা ২১৪ জনকে বিভিন্ন হোটেল, সেনা নিয়ন্ত্রিত কোয়ারিন্টিন সেন্টারসহ অন্যান্য স্থানে প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিনে নেওয়া হয়েছে। তবে এর আগে ইতালিতে প্রবেশ করা ৩০০ ভারতীয়কে আটক করতে এখনো অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোর-১ আসনে নুরুজ্জামান লিটন ও আজিজুর রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বাংলাদেশিদেরও ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি

প্রকাশের সময় : ০১:০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
আন্তর্জাতিক ডেস্ক ## ভারতের পর এবার বাংলাদেশিদেরও ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। বুধবার ভারত থেকে আসা ২১৪ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। এর আগে আসা ৩০০ জনকে পুলিশ এখনো খুঁজে বেড়াচ্ছে। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ভারতে করোনার ভয়াবহতা বেড়ে যাওয়ায় বাংলাদেশিদেরও ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

করোনা সংক্রমণ রোধে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে ইতালি। এর অংশ হিসেবে এবার দেশটি বাংলাদেশি নাগরিকদের ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

মঙ্গলবার রাতে এক অধ্যাদেশে দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্পারান্সা স্বাক্ষর করার পর থেকেই এ আদেশ কার্যকর হয়েছে। এতে বলা হয়, গত ১৪ দিন ভারত কিংবা বাংলাদেশে অবস্থান করেছেন এমন কোন যাত্রীকে ইতালিতে প্রবেশ করতে দেওয়া হবে না। ভারত এবং বাংলাদেশের করোনা পরিস্থিতির ওপর তাদের ইতালি সরকার নজর রাখছে বলেও জানানো হয়।

বাংলাদেশিদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় সমুদ্রসৈকতের গ্রীষ্মকালীন ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। যাদের বেশির ভাগই বছরে মাত্র তিন মাস সি বিচে ব্যবসা করে থাকেন।

এদিকে বুধবার ভারত থেকে আসা ২১৪ জনকে বিভিন্ন হোটেল, সেনা নিয়ন্ত্রিত কোয়ারিন্টিন সেন্টারসহ অন্যান্য স্থানে প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টিনে নেওয়া হয়েছে। তবে এর আগে ইতালিতে প্রবেশ করা ৩০০ ভারতীয়কে আটক করতে এখনো অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।