বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আরো তিন জেলায় হতে পারে লকডাউন

ঢাকা ব্যুরো ## পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে বিধিনিষেধ না মেনে কেনাকাটা ও গ্রামের বাড়িতে যাওয়ার ঘটনায় ঈদের পর আবারো সংক্রমণ বাড়ার আশঙ্কা জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। সেই আশঙ্কা সত্যি করে ঈদের পর দেশে করোনা সংক্রমণে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে করোনার ভারতীয় ধরন (ভেরিয়েন্ট), যার প্রভাবে সীমান্তবর্তী জেলাগুলোতেও তুলনামূলকভাবে সংক্রমণ বাড়ছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সূত্র জানিয়েছে, সংক্রমণের হার টেনে ধরতে ইতোমধ্যেই সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে লকডাউন দেয়া হয়েছে। সংক্রমণ পরিস্থিতি বাড়তে থাকলে সাতক্ষীরা, রাজশাহী এবং খুলনাতে লকডাউনের পরিকল্পনা রয়েছে।

এই প্রসঙ্গে অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশীদ আলম গণমাধ্যমকে বলেন, ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা লকডাউন ঘোষণা দেয়া হয়েছে। এছাড়াও আরো তিনটি জেলা আমাদের পর্যবেক্ষণে রয়েছে। সংক্রমণ বাড়লেই সেগুলোতে লকডাউনের চিন্তাভাবনা রয়েছে।

তিনি বলেন, আমরা যখন চাঁপাইনবাবগঞ্জ জেলা লকডাউন ঘোষণা করি, তখন ওই জেলায় সংক্রমণের হার ছিল ৪০ শতাংশের ওপরে। আর অন্য জেলাগুলোতে এখনও সংক্রমণ অনেক নিচে। তবে যদি বাড়তে থাকে এলাকাভিত্তিক লকডাউন দেয়া হবে।

জনপ্রিয়

খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছে বাংলাদেশ ন্যাপ

আরো তিন জেলায় হতে পারে লকডাউন

প্রকাশের সময় : ০৮:৪৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১

ঢাকা ব্যুরো ## পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে বিধিনিষেধ না মেনে কেনাকাটা ও গ্রামের বাড়িতে যাওয়ার ঘটনায় ঈদের পর আবারো সংক্রমণ বাড়ার আশঙ্কা জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। সেই আশঙ্কা সত্যি করে ঈদের পর দেশে করোনা সংক্রমণে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে করোনার ভারতীয় ধরন (ভেরিয়েন্ট), যার প্রভাবে সীমান্তবর্তী জেলাগুলোতেও তুলনামূলকভাবে সংক্রমণ বাড়ছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সূত্র জানিয়েছে, সংক্রমণের হার টেনে ধরতে ইতোমধ্যেই সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে লকডাউন দেয়া হয়েছে। সংক্রমণ পরিস্থিতি বাড়তে থাকলে সাতক্ষীরা, রাজশাহী এবং খুলনাতে লকডাউনের পরিকল্পনা রয়েছে।

এই প্রসঙ্গে অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার খুরশীদ আলম গণমাধ্যমকে বলেন, ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা লকডাউন ঘোষণা দেয়া হয়েছে। এছাড়াও আরো তিনটি জেলা আমাদের পর্যবেক্ষণে রয়েছে। সংক্রমণ বাড়লেই সেগুলোতে লকডাউনের চিন্তাভাবনা রয়েছে।

তিনি বলেন, আমরা যখন চাঁপাইনবাবগঞ্জ জেলা লকডাউন ঘোষণা করি, তখন ওই জেলায় সংক্রমণের হার ছিল ৪০ শতাংশের ওপরে। আর অন্য জেলাগুলোতে এখনও সংক্রমণ অনেক নিচে। তবে যদি বাড়তে থাকে এলাকাভিত্তিক লকডাউন দেয়া হবে।