
স্টাফ রিপোর্টার ##
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে গত ২৬ মার্চ বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের সময় পুড়িয়ে দেয়া দুটি মোটরসাইকেলের মালিককে দুই লাখ করে টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার প্রধানমন্ত্রীর পক্ষে আবাব আহমেদ রিজভী রিংকু এবং শেখ রুমামের হাতে এই চেক হস্তান্তর করেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. রিয়াজ উদ্দিন রিয়াজ।
নতুন মোটরসাইকেল কিনতে দুই লাখ করে টাকা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ জানান রিংকু ও রুমাম।
২৬ মার্চ নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে ঢাকার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় হেফাজতের নেতাকর্মীরা।
সেদিন জুমার নামাজের পর মোদি-বিরোধী শ্লোগান দিয়ে মিছিল শুরু করলে পুলিশ তাতে বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মূহুর্মূহু কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোঁড়ে, অন্যদিকে বিক্ষোভকারীরাও ইটপাটকেল নিক্ষেপ করেছে। এ সময় রিংকু ও রুমামের মোটরসাইকেল দুটি পুড়িয়ে দেয়া হয়।
নিজস্ব সংবাদদাতা 







































