মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে ১৮০০ পিচ ইয়াবাসহ আটক- ২  

মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট##
লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানা কর্তৃক ১,৮০০ (এক হাজার আটশত) পিচ ইয়াবা ট্যাবলেট, একটি ইজিবাইক, দুইটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। 
সোমবার রাতে ৭ নং বিট গুকুন্ডা ইউনিয়নের তিস্তা সড়ক  টোলপ্লাজা এলাকায়  হাইওয়ে ডিউটি কালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুর আলমের নেতৃত্ব  কুড়িগ্রাম উলিপুর থানা এলাকা হইতে আসা অটো ইজিবাইক তল্লাশী করে অটোতে বিশেষ কায়দায় সেটিংস অবস্থায় ১,৮০০ (এক হাজার আটশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জনকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি ইজিবাইক ও ২টি মোবাইল ফোনসহ আটক করা হয়।
আটক কৃতরা হলেন ১/ নাহিদ হাসান মিলু(২৭) পিতা মৃত সাহাব উদ্দিন ২/ফুল মিয়া (২১) পিতা আহাব্বর আলী উভয়ের গ্রামঃটবকপুর ওমানন্দটারী উপজেলা উলিপুর জেলা কুড়িগ্রাম।এ সংক্রান্ত লালমনিরহাট সদর থানার মামলা নং-১৯, তাং ০৬/০৬/২০২১ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) টেবিলের ১০(ক) মূলে মামলা রুজু করা হয় পরে আজ আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন উদ্ধারকারী এসআই নুর আলম ।
জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা এ কৃতিত্বের জন্য উদ্ধারকারী অফিসার কে বিশেষ পুরস্কার প্রদান করেন এসময় তিনি বলেন মাদক নিমূলে কাউকে ছাড়দেওয়া হবে না। যে এ ব্যাপারে কৃতিত্ব দেখাবে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।
জনপ্রিয়

ঝিকরগাছায় অস্ত্র ও ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

লালমনিরহাটে ১৮০০ পিচ ইয়াবাসহ আটক- ২  

প্রকাশের সময় : ১০:২১:২১ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট##
লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর থানা কর্তৃক ১,৮০০ (এক হাজার আটশত) পিচ ইয়াবা ট্যাবলেট, একটি ইজিবাইক, দুইটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। 
সোমবার রাতে ৭ নং বিট গুকুন্ডা ইউনিয়নের তিস্তা সড়ক  টোলপ্লাজা এলাকায়  হাইওয়ে ডিউটি কালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুর আলমের নেতৃত্ব  কুড়িগ্রাম উলিপুর থানা এলাকা হইতে আসা অটো ইজিবাইক তল্লাশী করে অটোতে বিশেষ কায়দায় সেটিংস অবস্থায় ১,৮০০ (এক হাজার আটশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০২ জনকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি ইজিবাইক ও ২টি মোবাইল ফোনসহ আটক করা হয়।
আটক কৃতরা হলেন ১/ নাহিদ হাসান মিলু(২৭) পিতা মৃত সাহাব উদ্দিন ২/ফুল মিয়া (২১) পিতা আহাব্বর আলী উভয়ের গ্রামঃটবকপুর ওমানন্দটারী উপজেলা উলিপুর জেলা কুড়িগ্রাম।এ সংক্রান্ত লালমনিরহাট সদর থানার মামলা নং-১৯, তাং ০৬/০৬/২০২১ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) টেবিলের ১০(ক) মূলে মামলা রুজু করা হয় পরে আজ আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন উদ্ধারকারী এসআই নুর আলম ।
জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা এ কৃতিত্বের জন্য উদ্ধারকারী অফিসার কে বিশেষ পুরস্কার প্রদান করেন এসময় তিনি বলেন মাদক নিমূলে কাউকে ছাড়দেওয়া হবে না। যে এ ব্যাপারে কৃতিত্ব দেখাবে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রদান করা হবে।