
আন্তর্জাতিক ডেস্ক ##
ভারতের পশ্চিমবঙ্গে বজ্রপাতে মৃতদের পরিবারে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (৭ জুন) টুইট করে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গে মৃতদের পরিবারকে মাথাপিছু ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। সেই সঙ্গে আহতরা ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবেন।
পশ্চিমবঙ্গে বজ্রপাতে একদিনেই ২৬ জনের মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, সোমবার (৭ জুন) প্রচণ্ড বৃষ্টিপাতের সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এর মধ্যে হুগলি জেলায় ১১ জন, মুর্শিদাবাদে নয়জন, বাঁকুড়ায় দুইজন এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বজ্রপাতে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজস্ব সংবাদদাতা 







































