
যশোর ব্যুরো ## প্রেসক্লাব যশোরের নির্বাচন উপলক্ষে শনিবার মনোনয়নপত্র উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এতে সভাপতি পদে জাহিদ হাসান টুকুন, মতিনুজ্জামান মিন্টু,সহসভাপতি মহিদুল ইসলাম মন্টু, নূর ইসলাম, ওহাবুজ্জামান ঝন্টু, আনোয়ারুল কবির নান্টু, সম্পাদক আহসান কবির, জুয়েল মৃধা, এস এম তৌহিদুর রহমান, যুগ্ন সম্পাদক সরোয়ার হোসেন, মোকাদেসুর রহমান রফি, হাবিবুর রহমান মিলন, কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন, হাবিবুর রহমান রিপন, দপ্তর সম্পাদক তৌহিদ রহমান,আব্দুল কাদের, সাংস্কৃতিক ও সমাজ সেবক সহ-সম্পাদক তহীদ মনি ও মনিরুজ্জমান মনির।
সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মুশিদুল আজিম হিরু, শহীদ জয়, কাজী আশরাফুল আজাদ, ফিরোজ গাজী, শিকদার খালিদ, সাজ্জাদ গনি খান রিমন, সাজেদ রহমান, আব্দুল ওয়াহাব মুকুল, জাহিদুল কবীর মিল্টন প্রমুখ।
নিজস্ব সংবাদদাতা 







































