কোভিড সেরে যাওয়ার পরও খাওয়া-দাওয়া এবং পেটের সমস্যা নিয়ে অনেক দিন সমস্যায় পড়েন মানুষ। তার মধ্যে অন্যতম খিদে মরে যাওয়া বা একটুতেই পেট ভরে যাওয়া, খেতে ক্লান্তি বোধ করার মতো সমস্যা। এদিকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে শরীরে যতটা পুষ্টি যাওয়ার কথা, ততটা হয়তো যাচ্ছে না। তাই শরীরও দুর্বল থেকে যাচ্ছে। কী করলে এই সমস্যার সমাধান হবে, জেনে নিন।
১। ৩ বেলা না খেয়ে অল্প অল্প করে ৪-৬ বার খান। কিংবা প্রত্যেক দু’ঘণ্টায় অল্প করে খান। অল্প পরিমাণ খেতে খুব একটা ক্লান্তি আসবে না। আবার এই পদ্ধতিতে খেলে খিদেও বাড়বে।
নিজস্ব সংবাদদাতা 








































