
আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরো ।। করোনায় আক্রান্ত এক রোগী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছে । ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইলিশপুর গ্রামে । শনিবার ভোরে তার লাশ উদ্ধার করা হয়েছে । আত্বহননকারি ব্যক্তির নাম আজগার আলী {৬০}। তিনি ইলিশপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে । কলারোয়ার উপজেলার কেরালকাতা ইউপি চেয়ারম্যান গোলাম মোরশেদ জানান,আজগর আলি ১৪ দিন ধরে করোনা পজিটিভ অবস্থায় ভুগছিল।
নিজস্ব সংবাদদাতা 







































