
কুষ্টিয়া ব্যুরো।।: সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত করোনা পজেটিভ নিয়ে ১৩ জন ও করোনা উপসর্গ নিয়ে ৬ জন মোট ১৯ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে হাসপাতালের তত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, অক্সিজেন লেভেল কমে যাওয়ার কারণে তাদের মৃত্যু হয়েছে।
তিনি আরো বলেন, কুষ্টিয়া ২৫০ বেডের করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৭৩ জন রোগী ভর্তি আছে। এদের মধ্যে ২০০ জন করোনা পজেটিভ ও ৭৩ জনের করোনা উপসর্গ রয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৬০৯ জনের নমুনা পরীক্ষা করে ১৯৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩২ শতাংশ।
বৃহস্পতিবার থেকে সারাদেশে শুরু হওয়া লকডাউনের আজ ৪র্থ দিন। এই লকডাউন বাস্তবায়নে পুলিশ ব্যাপক তৎপরতা চালাচ্ছে। শনিবার দিনব্যপী সরকারি বিধিনিষেধ অমান্যকারী ৪৪ জনের কাছ থেকে ৬৩ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেনা সদস্যদের টহল দিতেও দেখা গেছে। আগের দিনগুলোর তুলনায় শহরে মানুষ কম বের হয়েছেন।
নিজস্ব সংবাদদাতা 







































