
আল মোজাহিদ বাবু ,বকশীগঞ্জ (জামালপুর) ।।
জামালপুরের বকশীগঞ্জে করোনার সংক্রমণ রোধে ৮ম দিনের লকডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। সাস্থ্যবিধি নিশ্চিত করা, মাস্ক ব্যবহার করা, অযথা বাজারে ঘুরাঘুরি না করা, দোকানপাট খুলে রাখা, শহরে জনসমাগম ঠেকাতে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত বকশীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসর মুনমুন জাহান লিজা ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ১০ টি মামলায় ৬২০০ টাকা জরিমানা করেন অন্য দিকে পৃথক ভাবে সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা দাস ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ১৫ টি মামলায় ৮৮০০ জরিমানা করেন। এসময় বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতে মোট ২৫ টি মামলায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে কঠোর অবস্থানে বকশীগঞ্জ থানা পুলিশ ও বিজিবি শহরের প্রতিটি মোড়ে মোড়ে বসানো হয়ে পুলিশি চেকপোস্ট।
নিজস্ব সংবাদদাতা 







































