
বিনোদন ডেস্ক।। হলিউড-বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপ তারকা নিক জোনাসের বিয়ের আড়াই বছর পূর্ণ হয়েছে। দাম্পত্য জীবনের দারুণ সময় পার করছেন এই তারকা জুটি।
রোববার (১১ জুলাই) টুইটারে নিজের বেশকিছু ভবিষ্যদ্বাণীর মধ্যে নিক-প্রিয়াঙ্কা নিয়ে এমনই জানান তিনি। তিনি আরও দাবি করেন, বলিউডের কন্ট্রোভার্সি কুইন কঙ্গনা রনৌতের কখনো বিয়ে করবেন না। এছাড়া করিনা কাপুর খান এবং সাইফ আলী খানের ছেলেরা বড় তারকা হতে পারবে না। একইসঙ্গে রাজনীতি ও মুসলিম-হিন্দু দাঙ্গা লাগা নিয়েও ভবিষ্যদ্বাণী দেন কেআরকে।
যদিও এসব ভবিষ্যদ্বাণীর কোনো ভিত্তি নেই বলে অনেক নেটিজেনরা মন্তব্য করেছেন।
২০১৮ সালের ডিসেম্বরে যোধপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে খ্রিস্টান ও হিন্দু রীতিতে গাঁটছড়া বাঁধেন প্রিয়াঙ্কা ও নিক। সে থেকে তারা সুখে শান্তিতেই সংসার করে আসছেন। কেআরকে-এর ভবিষ্যদ্বাণী নিয়ে তারা কোনো মন্তব্য করেননি।
নিজস্ব সংবাদদাতা 





































