রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

তনয়া পাওলি উত্তাপ ছড়াচ্ছেন বিকিনিতে

বিনোদন ডেস্ক।। বোল্ডনেসের কথা বললে বঙ্গ তনয়া পাওলি দামকে ভুলে গেলে চলে না। ‘হেট স্টোরি’ সিনেমার জন্য সাহসী ফটোশুট করে বলিউডে চমক লাগিয়েছিলেন।এ সিনেমার পোস্টারের জন্য টপলেস হয়ে পোজ দিয়েছিলেন পাওলি। বাঙালি হওয়ায় বিষয়টি নিয়ে একটু বেশি সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এবার লাল রঙের বিকিনিতে সমুদ্র সৈকতে দেখা দিলেন পাওলি। যা এখন অর্ন্তজালে উত্তাপ ছড়াচ্ছে।
মূল বিষয় হলো—ইদানীং পাওলি দাম কথায় কথায় নস্টালজিক হয়ে পড়েন। এর মধ‌্যে ফ্রান্সের কান শহরে শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসব। আর এই সময়ে কান সফরের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন পাওলি। না, এখন তিনি ফ্রান্সে নেই। বরং সময় মিলিয়ে পুরোনো অ্যালবাম ঘেঁটে ছবিটি শেয়ার করেছেন তিনি। ক‌্যাপশনে লিখেছেন, ‘এক দশক আগে কোনো এক সোমবার সকাল! একাকি আমি…।’
প্রকাশিত ছবিতে দেখা যায়—উষ্ণতা মেখে সমুদ্র সৈকতে সান বাথ নিচ্ছেন পাওলি। তার পরনে লাল রঙের বিকিনি। বালির ওপর তোয়ালে পেতে সূর্যস্নান করছেন তিনি। সমুদ্রের নীল জলের পাশে পাওলি তার আগুন রূপের দ‌্যুতি ছড়াচ্ছেন। সেই আগুনের উত্তাপ এখন ইন্টারনেটে।

জনপ্রিয়

বাংলাদেশ ও চীনকে নজরে রাখতে নতুন নৌঘাঁটি করছে ভারত

তনয়া পাওলি উত্তাপ ছড়াচ্ছেন বিকিনিতে

প্রকাশের সময় : ০৬:৩৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জুলাই ২০২১

বিনোদন ডেস্ক।। বোল্ডনেসের কথা বললে বঙ্গ তনয়া পাওলি দামকে ভুলে গেলে চলে না। ‘হেট স্টোরি’ সিনেমার জন্য সাহসী ফটোশুট করে বলিউডে চমক লাগিয়েছিলেন।এ সিনেমার পোস্টারের জন্য টপলেস হয়ে পোজ দিয়েছিলেন পাওলি। বাঙালি হওয়ায় বিষয়টি নিয়ে একটু বেশি সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এবার লাল রঙের বিকিনিতে সমুদ্র সৈকতে দেখা দিলেন পাওলি। যা এখন অর্ন্তজালে উত্তাপ ছড়াচ্ছে।
মূল বিষয় হলো—ইদানীং পাওলি দাম কথায় কথায় নস্টালজিক হয়ে পড়েন। এর মধ‌্যে ফ্রান্সের কান শহরে শুরু হয়েছে কান চলচ্চিত্র উৎসব। আর এই সময়ে কান সফরের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন পাওলি। না, এখন তিনি ফ্রান্সে নেই। বরং সময় মিলিয়ে পুরোনো অ্যালবাম ঘেঁটে ছবিটি শেয়ার করেছেন তিনি। ক‌্যাপশনে লিখেছেন, ‘এক দশক আগে কোনো এক সোমবার সকাল! একাকি আমি…।’
প্রকাশিত ছবিতে দেখা যায়—উষ্ণতা মেখে সমুদ্র সৈকতে সান বাথ নিচ্ছেন পাওলি। তার পরনে লাল রঙের বিকিনি। বালির ওপর তোয়ালে পেতে সূর্যস্নান করছেন তিনি। সমুদ্রের নীল জলের পাশে পাওলি তার আগুন রূপের দ‌্যুতি ছড়াচ্ছেন। সেই আগুনের উত্তাপ এখন ইন্টারনেটে।