
শহিদ জয়, যশোর ব্যুরো ।।
যশোরে বিভিন্ন এলাকায় ঘরে থাকা কর্মহীন অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা পুলিশ।
ধারাবাহিক ভাবে ত্রাণ বিতরণের অংশ হিসেবে মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে শহরের দড়াটানা চত্বরে দুস্হ অসহায় ও কর্মহীন মানুষের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

যশোর পুলিশ সুপারের পক্ষে এসময় ত্রান বিতরণ করেন, অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার( ডিএসবি), কোতয়ালী থানার ওসি মো: তাজুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর শুভেন্দ্র মুন্সি, ইন্সপেক্টর সুমন ভক্তসহ আরো অনেকে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার বলেন, কর্মহীন মানুষ যেন সঠিক ভাবে ত্রাণ সহায়তা পায় সে ব্যাপারে পুলিশ সহযোগিতা করেছে। এছাড়া করোনা মোকাবেলায় সকলকে সচেতন হয়ে ঘরে থাকার আহ্বান জানান তিনি।
নিজস্ব সংবাদদাতা 






































