
যশোর ব্যুরো।। যশোরে ভ্রাম্যমাণ আদালতে গতকালের তুলনায় মঙ্গলবার মামলা ও জেল জরিমানার সংখ্যা কিছুটা কমেছে। এদিন ২৫টি মামলা ও ১৯ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ২৭ জনকে জেল দেওয়া হয়েছে।
এদিন রেলবাজার, চাঁচড়া বাজার, রেলস্টেশন, আরএন রোড ও পুলেরহাট এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারবিন। তিনি ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখা ও মাস্ক না ব্যবহার করার অপরাধে ৩টি মামলা, জেল ও ৩ হাজার ৩শ’ টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম অভিযান চালান রেলস্টেশন, আরএন রোড, পুলেরহাট এলাকায়। এ সময় একটি মামলা, একজনকে জেল এবং এক হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে অভয়নগরে ৭টি মামলা, ৭ জনকে জেল ও ৫ হাজার ৮শ’ টাকা জরিমানা, কেশবপুরে ৫টি মামলা, ৫ জনকে জেল ও ৬ হাজার টাকা জরিমানা, ঝিকরগাছায় একটি মামলা, একজনকে জেল ও ১শ’ টাকা জরিমানা, শার্শায় ৩টি মামলা, ৫ জনকে জেল ও ১ হাজার ১শ’ টাকা জরিমানা, চৌগাছায় ৫টি মামলা ৫ জনকে জেল ও ২ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করা হয়।
নিজস্ব সংবাদদাতা 







































