বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় ফেনসিডিলসহ আটক ২

বগুড়া প্রতিনিধি ।।

বগুড়ার শাজাহানপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৪০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১২।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- রংপুর পীরগাছার হাসনা পাইটকাপাড়ার মৃত আব্দুর রহিমের ছেলে সাখাওয়াত হোসেন (২৭) এবং বরিশাল বাবুগঞ্জের মুসুরিয়া গ্রামের আলাউদ্দিন মল্লিকের ছেলে রবিউল ইসলাম (২৬)।

র‍্যাব-১২ অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২, বগুড়া ক্যাম্প জানতে পারে রংপুর থেকে ঢাকাগামী একটি পিকআপের মাধ্যমে মাদকের একটি বড় চালান বগুড়ায় আসছে। এই খবর পেয়ে বগুড়া র‍্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে র‍্যাব-১২ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টে মাদকবাহী পিকআপটি (ঢাকা মেট্রো-ন-১৯-০১৮৪) আটক করা হয়। এ সময় পিকআপ থেকে ৩৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‍্যাব-১২-এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয়

পঞ্চগড়ে কৃষকের অধিকার ও অন্তর্ভুক্তিকরন এবং নারী ও শিশুর সহিংসতারোধে গণসমাবেশ অনুষ্ঠিত

বগুড়ায় ফেনসিডিলসহ আটক ২

প্রকাশের সময় : ০৩:৩১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১

বগুড়া প্রতিনিধি ।।

বগুড়ার শাজাহানপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৪০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১২।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- রংপুর পীরগাছার হাসনা পাইটকাপাড়ার মৃত আব্দুর রহিমের ছেলে সাখাওয়াত হোসেন (২৭) এবং বরিশাল বাবুগঞ্জের মুসুরিয়া গ্রামের আলাউদ্দিন মল্লিকের ছেলে রবিউল ইসলাম (২৬)।

র‍্যাব-১২ অফিস সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১২, বগুড়া ক্যাম্প জানতে পারে রংপুর থেকে ঢাকাগামী একটি পিকআপের মাধ্যমে মাদকের একটি বড় চালান বগুড়ায় আসছে। এই খবর পেয়ে বগুড়া র‍্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে র‍্যাব-১২ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে বগুড়ার শাজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকায় একটি বিশেষ মাদকবিরোধী চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টে মাদকবাহী পিকআপটি (ঢাকা মেট্রো-ন-১৯-০১৮৪) আটক করা হয়। এ সময় পিকআপ থেকে ৩৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‍্যাব-১২-এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।