
স্পোর্টস ডেস্ক ।।
খেলাধুলার সবচেয়ে বড় প্রতিযোগিতা অলিম্পিকে ক্রিকেট সুংযুক্ত করার আলোচনা শোনা যাচ্ছিল অনেকদিন ধরে। অবশেষে আনুষ্ঠানিকভাবেই এ ব্যাপারে পরিকল্পনার কথা জানাল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আজ মঙ্গলবার এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেটকে সংযুক্ত করার ভাবনা।
আপাতত অলিম্পিকে ক্রিকেট সংযুক্ত করতে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকস ও ২০৩২ ব্রিজবেন অলিম্পিকে চোখ রাখছেন গ্রুপের কর্মকর্তরা।
এ ব্যাপারে আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলে বলেন, ‘ক্রিকেটের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ হিসেবে অলিম্পিকে দেখি আমরা। বিশ্বজুড়ে ১০০ কোটিরও বেশি সমর্থক আছে আমাদের এবং তাদের প্রায় ৯০ ভাগই ক্রিকেটকে অলিম্পিকে দেখতে চায়। নিশ্চিতভাবেই ক্রিকেটের খুব একান্ত ও নিবিড় ভক্তগোষ্ঠী আছে, বিশেষ করে দক্ষিণ এশিয়ায়, আমাদের সমর্থকদের ৯২ শতাংশই আছে যেখানে। এছাড়াও ক্রিকেটে ৩ কোটি সমর্থক আছে যুক্তরাষ্ট্রে। আমাদের বিশ্বাস, অলিম্পিক গেমসে ক্রিকেট হবে দারুণ এক সংযুক্ত।
নিজস্ব সংবাদদাতা 







































