
মৌলভীবাজার প্রতিনিধিঃঃ-
মৌলভীবাজার সৈয়ারপুর লক্ষ্মীবালা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গতকাল শনিবার (২৭ জুলাই) ছেলেধরা নিয়ে অবিভাবকদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি এডভোকেট পার্থ সারথী পাল। এ সময় বক্তব্য রাখেন, উক্ত স্কুলের প্রধান শিক্ষক সৈয়দা সাবেকা বেগম, ইঞ্জিনিয়ার অমল পাল, সহকারী শিক্ষক সুর্বণা চক্রবর্তী. কামাল হোসেন।
সভা পরিচালনা করেন সহকারী শিক্ষক সালমা আক্তার রিংকি প্রমুখ।
সভাপতি বলেন, গুজবে কান না দিয়ে আমরা অবিভাবকরা ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে আসব এবং ছুটির সময় নিয়ে যাব। ছেলেধরা পরিলক্ষিত হলে আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার পরামর্শ দেন।
নিজস্ব সংবাদদাতা 












































