
স্পোর্টস ডেস্ক ।।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আজ বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিওবার্তার মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন তামিম।
দুইদিন আগে টাইগারদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়েছিলেন, তার বিশ্বকাপ ভাবনায় নেই দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এবার নিজেই আসরটি থেকে সরে দাড়ালেন তামিম। মূলত টি-টোয়েন্টিতে লম্বা সময় ধরে বাইরে থাকাসহ ম্যাচ অনুশীলনের ঘাটতি এবং অন্যান্য সব দিক বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নেওয়া তামিম অবশ্য ভুগছিলেন হাঁটুর চোটে। সম্প্রতি জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের পর থেকে হাঁটুর চোট তাকে মাঠের বাইরে রাখছে। তার পুনবার্সন চলছে।
তামিম বাংলাদেশের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের মার্চে, জিম্বাবুয়ের বিপক্ষে। এর মাঝে খেলতে পারেননি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ, ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং চলমান নিউজিল্যান্ডের বিপক্ষেও টাইগার স্কোয়াডে নেই তিনি।
নিজস্ব সংবাদদাতা 







































