মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা -কোলকাতা রেলের বন্ধন এক্সপ্রেসে বেনাপোল স্টেশন থেকেই টিকিট কেটে সরাসরি যাওয়া যাবে কোলাকাতায়

স্টাফ রিপোর্টার ।।
খুলনা -কোলকাতা রুটে চলাচলকারী বন্ধন এক্সপ্রেসে বেনাপোল স্টেশন থেকে টিকিট কেটে সরাসরি কোলাকাতায় যাওয়া যাবে বলে রেলওয়ে মন্ত্রনালয় সুত্র জানান।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সামসুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়। আগে প্রতি সপ্তাহে খুলনা থেকে বেনাপোল হয়ে কোলকাতা যেতে শুধমাত্র যশোর থেকে টিকিট কেটে যশোরের মানুষ কোলকাতা যেতে পারতো কিন্ত এখন থেকে বেনাপোলের মানুষও বেনাপোল স্টেশন থেকে টিকিট কেটে সরাসরি কোলকাতা যেত পারবে। এ সংবাদ পেয়ে বেনাপোলের মানুষ উল্লাশে ফেটে পড়ে। বেনাপোলের বিভিণœ সংগঠন রেল ওয়ের ডিজিকে অভিনন্দন জানান বেনাপোলের মানুষের জণ্য এধরনের সুযোগ সৃস্টি করে দেয়ার জন্য।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

তারেক রহমান ট্রাভেল পাস চাইলে দেয়া হবে: পররাষ্ট্র উপদেষ্টা

খুলনা -কোলকাতা রেলের বন্ধন এক্সপ্রেসে বেনাপোল স্টেশন থেকেই টিকিট কেটে সরাসরি যাওয়া যাবে কোলাকাতায়

প্রকাশের সময় : ০৮:১৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯

স্টাফ রিপোর্টার ।।
খুলনা -কোলকাতা রুটে চলাচলকারী বন্ধন এক্সপ্রেসে বেনাপোল স্টেশন থেকে টিকিট কেটে সরাসরি কোলাকাতায় যাওয়া যাবে বলে রেলওয়ে মন্ত্রনালয় সুত্র জানান।
বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন জানান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সামসুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়। আগে প্রতি সপ্তাহে খুলনা থেকে বেনাপোল হয়ে কোলকাতা যেতে শুধমাত্র যশোর থেকে টিকিট কেটে যশোরের মানুষ কোলকাতা যেতে পারতো কিন্ত এখন থেকে বেনাপোলের মানুষও বেনাপোল স্টেশন থেকে টিকিট কেটে সরাসরি কোলকাতা যেত পারবে। এ সংবাদ পেয়ে বেনাপোলের মানুষ উল্লাশে ফেটে পড়ে। বেনাপোলের বিভিণœ সংগঠন রেল ওয়ের ডিজিকে অভিনন্দন জানান বেনাপোলের মানুষের জণ্য এধরনের সুযোগ সৃস্টি করে দেয়ার জন্য।