বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ২৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা-কলকাতা ভিডিও কনফারেন্স

 মো: ইদ্রিস আলী ।।

বাংলাদেশের ডেঙ্গু নিয়ন্ত্রণে কলকাতার একটি বিশেষজ্ঞ দল ঢাকায় আসার কথা থাকলেও আপাতত সেটা না হয়ে  ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম চেয়েছিলেন কলকাতা সিটি করপোরেশনের সঙ্গে একটি মতবিনিময় করতে। আমাদের অভিজ্ঞতা শেয়ার করতে। সেই অনুযায়ী শনিবার (৩ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৩টায় একটি ভিডিও কনফারেন্সে মতবিনিময় করা হবে। ষয়ে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান গতকালই (বৃহস্পতিবার) যোগাযোগ করেছিলেন মতবিনিময়টা তাড়াতাড়ি করার জন্য। কিছু প্রোটোকলের কারণে এই মুহূর্তে শারীরিকভাবে আমি ও আমার টিম যেতে না পারলেও আপাতত একটি ভিডিও কনফারেন্স করা হবে।’

ভিডিও কনফারেন্সে উপস্থিত থাকবেন কলকাতা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র অতীন ঘোষ, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর মনিরুল ইসলাম, উপ স্বাস্থ্য আধিকারিক ড. সুব্রত রায়চৌধুরী ও চিফ ডিরেক্টর কন্ট্রোল অফিসার ড. দেবাশীষ বিশ্বাস।

ডেপুটি মেয়র অতীন ঘোষ আরও বলেন, যতদিন না বাংলাদেশ যাওয়া হচ্ছে, ততদিন বাংলাদেশ থেকে কোনো টিম এলে আমরা হাতে-কলমে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দিয়ে, ডেঙ্গু বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে পারি।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায়, পেছনের দরজা দিয়ে নয়: ডা. শাহাদাত 

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা-কলকাতা ভিডিও কনফারেন্স

প্রকাশের সময় : ০৬:২৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯
 মো: ইদ্রিস আলী ।।

বাংলাদেশের ডেঙ্গু নিয়ন্ত্রণে কলকাতার একটি বিশেষজ্ঞ দল ঢাকায় আসার কথা থাকলেও আপাতত সেটা না হয়ে  ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম চেয়েছিলেন কলকাতা সিটি করপোরেশনের সঙ্গে একটি মতবিনিময় করতে। আমাদের অভিজ্ঞতা শেয়ার করতে। সেই অনুযায়ী শনিবার (৩ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল ৩টায় একটি ভিডিও কনফারেন্সে মতবিনিময় করা হবে। ষয়ে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান গতকালই (বৃহস্পতিবার) যোগাযোগ করেছিলেন মতবিনিময়টা তাড়াতাড়ি করার জন্য। কিছু প্রোটোকলের কারণে এই মুহূর্তে শারীরিকভাবে আমি ও আমার টিম যেতে না পারলেও আপাতত একটি ভিডিও কনফারেন্স করা হবে।’

ভিডিও কনফারেন্সে উপস্থিত থাকবেন কলকাতা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র অতীন ঘোষ, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর মনিরুল ইসলাম, উপ স্বাস্থ্য আধিকারিক ড. সুব্রত রায়চৌধুরী ও চিফ ডিরেক্টর কন্ট্রোল অফিসার ড. দেবাশীষ বিশ্বাস।

ডেপুটি মেয়র অতীন ঘোষ আরও বলেন, যতদিন না বাংলাদেশ যাওয়া হচ্ছে, ততদিন বাংলাদেশ থেকে কোনো টিম এলে আমরা হাতে-কলমে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দিয়ে, ডেঙ্গু বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে পারি।