
মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।।
হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ গাজাসহ মো. শফিক মিয়া (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী মাধবপুর উপজেলার ইটাখোলা গ্রামের মোঃ আলী আকবর মিয়ার ছেলে
শফিক মিয়া (২৭)
শনিবার (১১ সেপ্টেম্বর)২১ ইং দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার জগদীশপুর ইউনিয়নে সিলেট-ঢাকা মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বরে ডিবি পুলিশের এসআই ধ্রুবেশ চক্রবর্তীসহ একদল পুলিশ অভিযান চালিয়ে ১৬ কেজি গাজাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করে।
হবিগঞ্জ ডিবি পুলিশের ওসি আল আমিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান মাদকের বিরুদ্ধে প্রতি দিন ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নিজস্ব সংবাদদাতা 







































