
মেহেদী হাসান রাজু, রাজবাড়ী।।
রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগমের সাথে বালিয়াকান্দি উপজেলার জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ছে।
বুধবার (১৫সেপ্টেম্বর) বালিয়াকান্দি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানার সভাপতিত্বে ,প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম।
এসময় আরো বক্তবো দেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ হাসিবুল হাসান, বালিয়াকাদি থানার ওসি তারিকুজ্জামান, উপজেলা আওয়ামীলীগর সভাপতি আব্দুল হান্নান মোল্লা, জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, উপজেলার সকল ইউপি চেয়ারম্যান বৃন্দ,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
নিজস্ব সংবাদদাতা 







































