
শহিদ শেখ, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ।।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামীলীগ এর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মৃণালকান্তি দাস।
গতকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকাল ৩ টারদিকেউপজেলার কোলাগ্রামে গাঙ্গুলী বাড়ি পুজামন্ডপে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তার বক্তব্যে বলেন, গাঙ্গুলী পরিবার মুক্তিযুদ্ধে বেশ অবদান রেখেছে। ইসলাম শান্তির ধর্ম, এ এলাকার মুসলমানরা শান্তি প্রিয়, আশাকরি এ পরিবারের প্রতি সুখে-দুঃখে তাদের পাশে আপনারা থাকবেন।
অনুষ্ঠানে সুদর্শন গাঙ্গুলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলাপুজা উদযাপন কমিটির সভাপতি সমর চন্দ্র ঘোষ, জেলা হিন্দু-বৌদ্ধ-খিস্টান ঐক্য পরিষদের সভাপতি অজয় চক্রবর্তি, সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তি, জেলা স্বেচ্ছাসেবলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম সোহরাব হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট তাহামিনা আক্তার তুহিন, কোলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কপাসের হোসেন,সহ-সভাপতি শেখ মো. জিন্নাহ,যুগ্নসম্পাদক হাজী মো. সোহাগ প্রমুখ।
বার্তাকণ্ঠ/এনজে
নিজস্ব সংবাদদাতা 





































