
শহিদ শেখ, মুন্সীগঞ্জ প্রতিনিধি।।
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। মো. রিজন হোসেনকে সভাপতি ও মহিউদ্দিন খান অঙ্কুরকে সাধারণ সম্পাদক করে ১০সদস্যের কমিটির অনুমোদন দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি অর্ণক লিজু সাধারণ সম্পাদক আবির রায়হান সৈকত। কমিটির ঘোষনার পর বুধবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কোলাপাড়া বাজার ও পরিষদ এরাকায় স্বস্ফূর্তভাবে আনন্দ মিছিল করে নবগঠিত কমিটির সদস্যসহ সস্থানীয় নেতা কর্মীরা। এসময় আনন্দ মিছিলে অংশ নেয় কোলপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুববলীগের সাধারণ সম্পাদক হাজী নেছারুল্লাহ সুজন, মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাহ-সম্পাদক রুবেল ইসলাম জয়, কোলাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাহার হোসেন, সহ-সভাপতি হাসেম হাওলাদার, কোলাপাড়া ইউনিয়ন ছাত্রীগের সহ-সভাপতি নুরনবী অন্তু, মেহেদী হাসান, যুগ্ম-সাধারণ সম্পাদক শাওন হোসেন, মো. আভি, সাংগঠনিক সম্পাদক আফসার হোসেন, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাদিক, ফয়সাল হোসেন, মো. সিহান, ইরফান আহমেদ সগর, শামিম শেখ, মো. সোহেল, শুভ, শাওন সরদার, মো. হায়েল, মো. শিশির, মো. লিখন, মো. মিমি প্রমূখ।
বার্তাকণ্ঠ /এন
নিজস্ব সংবাদদাতা 







































