মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শার্শায় মামলায় দুই ভাইকে অভিযুক্ত করে চার্জশিট

প্রতীকী ছবি

শার্শা ব্যুরো ।।
শোরের শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের হাতেম আলী সরদার হত্যা মামলায় প্রতিবেশী দুই ভাইকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই সোলাইমান আক্কাস।
অভিযুক্ত আসামিরা হলেন, লাউতাড়া গ্রামের মৃত মশিয়ার সরদারের দুই ছেলে বাবলু সরদার ও জাহাঙ্গীর সরদার।
আদালত ও ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট দুপুরে হাতেম আলী সরদারের বড় ভাই জহুর সরদারের সাথে প্রতিবেশী বাবলু সরদার ও জাহাঙ্গীর সরদারের বাড়ির রাস্তা দিয়ে চলাচল নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার পর বিকেল ৩টার দিকে সৃষ্ট বিরোধের বিষয়ে আলোচনার কথা বলে আসামিরা হাতেম আলী সরদারকে রাস্তায় ডেকে নিয়ে যায়। সেখানে আলোচনার এক পর্যায়ে আসামিদের সাথে তার আবারও কথা কাটাকাটি হয়। এ সময় আসামিরা লাঠি দিয়ে মাথায় আঘাত করলে হাতেম আলী সরদার গুরুতর আহত হন। স্থানীয়রা হাতেম আলীকে উদ্ধার করে প্রথমে যশোর হাসপাতালে ও পরে ঢাকায় ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৫ আগস্ট দুপুরে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী আসমা খাতুন শার্শা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে শার্শা থানা পুলিশ ও পরে ডিবি পুলিশ তদন্তের দায়িত্ব পায়।
 
বার্তাকণ্ঠ/এন
জনপ্রিয়

গর্ভাবস্থায় যে ৫ ভুল করা যাবে না

শার্শায় মামলায় দুই ভাইকে অভিযুক্ত করে চার্জশিট

প্রকাশের সময় : ০৩:০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
শার্শা ব্যুরো ।।
শোরের শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের হাতেম আলী সরদার হত্যা মামলায় প্রতিবেশী দুই ভাইকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই সোলাইমান আক্কাস।
অভিযুক্ত আসামিরা হলেন, লাউতাড়া গ্রামের মৃত মশিয়ার সরদারের দুই ছেলে বাবলু সরদার ও জাহাঙ্গীর সরদার।
আদালত ও ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট দুপুরে হাতেম আলী সরদারের বড় ভাই জহুর সরদারের সাথে প্রতিবেশী বাবলু সরদার ও জাহাঙ্গীর সরদারের বাড়ির রাস্তা দিয়ে চলাচল নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার পর বিকেল ৩টার দিকে সৃষ্ট বিরোধের বিষয়ে আলোচনার কথা বলে আসামিরা হাতেম আলী সরদারকে রাস্তায় ডেকে নিয়ে যায়। সেখানে আলোচনার এক পর্যায়ে আসামিদের সাথে তার আবারও কথা কাটাকাটি হয়। এ সময় আসামিরা লাঠি দিয়ে মাথায় আঘাত করলে হাতেম আলী সরদার গুরুতর আহত হন। স্থানীয়রা হাতেম আলীকে উদ্ধার করে প্রথমে যশোর হাসপাতালে ও পরে ঢাকায় ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৫ আগস্ট দুপুরে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী আসমা খাতুন শার্শা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি প্রথমে শার্শা থানা পুলিশ ও পরে ডিবি পুলিশ তদন্তের দায়িত্ব পায়।
 
বার্তাকণ্ঠ/এন