মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

একই ওড়নায় ঝুলছে স্বামী-স্ত্রী’র লাশ

মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। 
বিগঞ্জের চুনারুঘাটের দক্ষিণ নরপতি গ্রামে একই ওড়নায় ঝুলছে স্বামী-স্ত্রীর মৃতদেহ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।পুলিশ, পিবিআই ও গোয়েন্দা সদস্যরা তদন্তে মাঠে কাজ করছে।
শুক্রবার( ০৫ নভেম্বর) ২১ ইং  দুপুরে চুনারুঘাট থানা পুলিশের উদ্যোগে মৃতদেহ উদ্ধার করে পোস্ট মর্ডেমের এর  জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়!
পুলিশ বলেলেছ নিহত ব্যাক্তি উপজেলার দক্ষিন নরপতি গ্রামে আবুল হোসেন এর পুত্র রিক্সাচালক আঃ রউপ (৩৮) ও
তার স্ত্রী একই উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের জমির আলীর মেয়ে আলেয়া খাতুন (৩০)।তাদের রায়হান (১০) ও ফরহাদ (৫) নামে দুইটি পুত্র সন্তান রয়েছে।
(৪ নভেম্বর)  রাতে খাবার খেয়ে ঘুমানোর পর কোন এক সময় তাদের কেউ হত্যা করে অথবা ফাঁসিতে ঝুঁলে মৃত্যু হয় বলে উপস্থিত লোকজন ধারনা করছেন।
ঘটনাস্থলে চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সিনিয়র এএনপি মহসিন আল মুরাদ, চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ সহ পিবিআই এর কর্মকর্তারা সরেজমিন তদন্ত করছেন।
হৃদয় বিদারক ঘটনা শুনে শতশত মানুষ ছুঠে আসে ওই রাড়িতে। এলকাবাসী জানান গত কোরবানি ইদের ৪ দিন পর আলেয়া সৌদি থেকে দেশে আসেন।
 বার্তাকণ্ঠ /এন
জনপ্রিয়

বিদ্রোহীদের বিরুদ্ধে হার্ডলাইনে বিএনপি, স্বতন্ত্র প্রার্থী শতাধিক

একই ওড়নায় ঝুলছে স্বামী-স্ত্রী’র লাশ

প্রকাশের সময় : ০৬:৩৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।। 
বিগঞ্জের চুনারুঘাটের দক্ষিণ নরপতি গ্রামে একই ওড়নায় ঝুলছে স্বামী-স্ত্রীর মৃতদেহ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।পুলিশ, পিবিআই ও গোয়েন্দা সদস্যরা তদন্তে মাঠে কাজ করছে।
শুক্রবার( ০৫ নভেম্বর) ২১ ইং  দুপুরে চুনারুঘাট থানা পুলিশের উদ্যোগে মৃতদেহ উদ্ধার করে পোস্ট মর্ডেমের এর  জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়!
পুলিশ বলেলেছ নিহত ব্যাক্তি উপজেলার দক্ষিন নরপতি গ্রামে আবুল হোসেন এর পুত্র রিক্সাচালক আঃ রউপ (৩৮) ও
তার স্ত্রী একই উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের জমির আলীর মেয়ে আলেয়া খাতুন (৩০)।তাদের রায়হান (১০) ও ফরহাদ (৫) নামে দুইটি পুত্র সন্তান রয়েছে।
(৪ নভেম্বর)  রাতে খাবার খেয়ে ঘুমানোর পর কোন এক সময় তাদের কেউ হত্যা করে অথবা ফাঁসিতে ঝুঁলে মৃত্যু হয় বলে উপস্থিত লোকজন ধারনা করছেন।
ঘটনাস্থলে চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সিনিয়র এএনপি মহসিন আল মুরাদ, চুনারুঘাট থানার ওসি আলী আশরাফ সহ পিবিআই এর কর্মকর্তারা সরেজমিন তদন্ত করছেন।
হৃদয় বিদারক ঘটনা শুনে শতশত মানুষ ছুঠে আসে ওই রাড়িতে। এলকাবাসী জানান গত কোরবানি ইদের ৪ দিন পর আলেয়া সৌদি থেকে দেশে আসেন।
 বার্তাকণ্ঠ /এন