সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

উঠান বৈঠকে ভোট প্রার্থনা চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমানের

শহিদ শেখ, মুন্সীগঞ্জ- প্রতিনিধি ।।
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার  আটপাড়া  ইউনিয়ন পরিষদ  নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক  করেছে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান । ৭ নবেম্বর   রবিবার বিকাল ৩ টায়   উপজেলার আটপাড়া  গ্রামে জিন্নাত আলী ও আজিজ মিয়ার বাড়ী দুই টি ইস্থানে এ উঠান বৈঠক অনু্ষ্ঠিত হয় এসময়  নেতা- কর্মীদের সাথে নিয়ে সর্বস্তরের মানুষে কাছে দোয়া ও ভোট চান।
এসময় তিনি স্থানীয় সকলেক খোজ নেন ও বলেন, বিগত দিনে আমি জনগনের পাশে ছিলাম। করোনা কালে আমার সাধ্য মত সকলকে সহযোগীতা করেছি। সুখে দুখে বিপদে-আপদে সকলের ডাকে সারা দিয়েছি। আমার দুয়ার সকলের জন্য সবসময় খোল। আমাকে যদি আপনারা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন। তাহলে আমি এই ইউনিয়ন কে একটি ডিজিটাল ইউনিয়নে রুপান্তর করব। এলাকা থেকে মাদক সন্ত্রাস দুর করে এলাকায় শন্তি প্রতিষ্ঠা করব ইনশআল্লাহা।
এসময় উপস্থিত ছিলেন সিদ্দিকুর রহমান, সফি মাঝি, মজিবর রহমান,রসিদ খালাসি,শামিম আহম্মেদ, সাত্তার আমিন, রমজান  শেখ,জালাল শেখ,মোতাহার  হোসেন, সেলিম খালাসি,আনু মিয়া, আনোয়ার হোসেন,জুইয়েল, ওয়াজেদ, আজিবর খান, মহিউদ্দিন প্রমুখ।
 বার্তাকণ্ঠ/এন
জনপ্রিয়

যশোরে অগ্রণী ব্যাংকের কর্মকর্তার বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

উঠান বৈঠকে ভোট প্রার্থনা চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমানের

প্রকাশের সময় : ০৭:০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
শহিদ শেখ, মুন্সীগঞ্জ- প্রতিনিধি ।।
মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার  আটপাড়া  ইউনিয়ন পরিষদ  নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক  করেছে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান । ৭ নবেম্বর   রবিবার বিকাল ৩ টায়   উপজেলার আটপাড়া  গ্রামে জিন্নাত আলী ও আজিজ মিয়ার বাড়ী দুই টি ইস্থানে এ উঠান বৈঠক অনু্ষ্ঠিত হয় এসময়  নেতা- কর্মীদের সাথে নিয়ে সর্বস্তরের মানুষে কাছে দোয়া ও ভোট চান।
এসময় তিনি স্থানীয় সকলেক খোজ নেন ও বলেন, বিগত দিনে আমি জনগনের পাশে ছিলাম। করোনা কালে আমার সাধ্য মত সকলকে সহযোগীতা করেছি। সুখে দুখে বিপদে-আপদে সকলের ডাকে সারা দিয়েছি। আমার দুয়ার সকলের জন্য সবসময় খোল। আমাকে যদি আপনারা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন। তাহলে আমি এই ইউনিয়ন কে একটি ডিজিটাল ইউনিয়নে রুপান্তর করব। এলাকা থেকে মাদক সন্ত্রাস দুর করে এলাকায় শন্তি প্রতিষ্ঠা করব ইনশআল্লাহা।
এসময় উপস্থিত ছিলেন সিদ্দিকুর রহমান, সফি মাঝি, মজিবর রহমান,রসিদ খালাসি,শামিম আহম্মেদ, সাত্তার আমিন, রমজান  শেখ,জালাল শেখ,মোতাহার  হোসেন, সেলিম খালাসি,আনু মিয়া, আনোয়ার হোসেন,জুইয়েল, ওয়াজেদ, আজিবর খান, মহিউদ্দিন প্রমুখ।
 বার্তাকণ্ঠ/এন