বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নারকোটিকস কন্ট্রোল ব্যুরো অফিসে যায়নি আরিয়ান খান

আন্তির্জাতিক ডেস্ক।। ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) ডাকে সাড়া দিলেন না শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।

রোববার শাহরুখপুত্রকে তলব করেছিল এনসিবির বিশেষ তদন্তকারী দল। করোনার মতো উপসর্গের কথা জানিয়ে তিনি হাজিরা দেননি।

জ্বরের অজুহাতে কি আরিয়ান তলব এড়ালেন? তারকা-তনয়ের কোভিড রিপোর্ট দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এনসিবি।

হাজিরা পিছিয়ে দেওয়া নিয়ে আরিয়ানের আবেদন শোনা হবে কিনা, তা নির্ভর করছে তার স্বাস্থ্য পরীক্ষার ফলের ওপর।

আরিয়ানের সঙ্গে তার বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের জামাই সমীর খানকে তলব করেছে তদন্তকারী সংস্থা।

আরিয়ানকাণ্ডসহ মোট ছয়টি মামলার তদন্তভার এনসিবি মুম্বাই শাখার কাছ থেকে নিয়ে তুলে দেওয়া হয়েছে সেন্ট্রাল জোনের হাতে। এখন এনসিবির সেন্ট্রাল ইউনিটের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জয় সিংহের তত্ত্বাবধানে ওই মামলাগুলোর তদন্ত চলবে।

আরিয়ানের মামলার তদন্তে তাই আর যুক্ত থাকতে পারবেন না এনসিবির মুম্বাই ইউনিটের জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে।

জনপ্রিয়

শাহজালালের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

নারকোটিকস কন্ট্রোল ব্যুরো অফিসে যায়নি আরিয়ান খান

প্রকাশের সময় : ০৪:২১:১৩ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১

আন্তির্জাতিক ডেস্ক।। ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) ডাকে সাড়া দিলেন না শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।

রোববার শাহরুখপুত্রকে তলব করেছিল এনসিবির বিশেষ তদন্তকারী দল। করোনার মতো উপসর্গের কথা জানিয়ে তিনি হাজিরা দেননি।

জ্বরের অজুহাতে কি আরিয়ান তলব এড়ালেন? তারকা-তনয়ের কোভিড রিপোর্ট দেখে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এনসিবি।

হাজিরা পিছিয়ে দেওয়া নিয়ে আরিয়ানের আবেদন শোনা হবে কিনা, তা নির্ভর করছে তার স্বাস্থ্য পরীক্ষার ফলের ওপর।

আরিয়ানের সঙ্গে তার বন্ধু আরবাজ মার্চেন্ট এবং মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের জামাই সমীর খানকে তলব করেছে তদন্তকারী সংস্থা।

আরিয়ানকাণ্ডসহ মোট ছয়টি মামলার তদন্তভার এনসিবি মুম্বাই শাখার কাছ থেকে নিয়ে তুলে দেওয়া হয়েছে সেন্ট্রাল জোনের হাতে। এখন এনসিবির সেন্ট্রাল ইউনিটের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জয় সিংহের তত্ত্বাবধানে ওই মামলাগুলোর তদন্ত চলবে।

আরিয়ানের মামলার তদন্তে তাই আর যুক্ত থাকতে পারবেন না এনসিবির মুম্বাই ইউনিটের জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে।