মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজে আলোচনা ও দোয়া মাহফিল

সাজ্জাদ হোসেন হৃদয়, কিশোরগঞ্জ।। 
শুদ্ধ রাজনীতির বিশুদ্ধ নেতা সৈয়দ আশরাফুল ইসলাম এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজ প্রাঙ্গণে মঙ্গলবার (০৪ জানুয়ারি) বিকেলে কলেজটির অধ্যক্ষ শরীফ আহমদ সাদী’র সভাপতিত্বে আলোচনা সভায় সংক্রান্ত বক্তৃতা করেন সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁইয়া, আলোচনা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. শামসুল ইসলাম খান মাসুম।
সংক্ষিপ্ত আলোচনা কলেজটির সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, সৈয়দ আশরাফ সাহেব এক অসাধারণ চরিত্র এবং গুণের অধিকারী ছিলেন। আমি যখন এই কলেজের অধ্যক্ষ ছিলাম তখন সৈয়দ আশরাফ সাহেব কলেজের পরিচালনা পরিষদের সভাপতি। তার ব্যবহার ছিল অমায়িক এবং তিনি সকলকেই খুব শ্রদ্ধার সাথে সম্বোধন করতেন। যখনই দেখা হয়েছে, কথা হয়েছে আমাকে স্যার বলে সম্বোধন করতেন। আমি সহ কলেজ গভর্নিং বডিতে আরো অনেকেই ভিন্ন রাজনৈতিক মতাদর্শের ছিলাম কিন্তু সৈয়দ আশরাফ সাহেব তার কথাবার্তা আচার আচরণ দিয়ে আমাদেরকে মুগ্ধ করেছেন। এ কারণে তিনি দলমতের উর্ধ্বে সবার কাছে গ্রহণযোগ্য।
উক্ত সভার সভাপতি কলেজ অধ্যক্ষ শরীফ আহমদ সাদী বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম তাঁর মেধা ও প্রজ্ঞার দিয়ে বিদ্যমান রাজনৈতিক অপসংস্কৃতি পরিবর্তন করে পরিশীলিত ও পরিশুদ্ধ রাজনীতির সূচনা করেছিলেন। এই প্রতিষ্ঠানের পরিপূর্ণ রূপদান সবচেয়ে বেশি অবদান রেখেছেন তিনি। স্থানীয় সংসদ সদস্য হিসেবে অনেক কলেজের পরিচালনা পরিষদের দায়িত্ব পালনে ওনাকে অনুরোধ করা হলেও তিনি কখনোই রাজি হননি। কিন্তু একমাত্র এই একটি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ছিলেন তিনি।
আলোচনা শেষে সৈয়দ আশরাফুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা সাইকুল ইসলাম। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ ছাড়াও কলেজ সংলগ্ন এলাকার সকল মতের জনসাধারণের উপস্থিতি ছিল।
উল্লেখ্য, ‘বিউটি অফ পলিটিক্স’ হিসেবে পরিচিত সৈয়দ আশরাফুল ইসলাম এর নামে বাংলাদেশে প্রথম একটি কলেজ হয়েছে। কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ। জীবিত সময়ে তিনি উক্ত কলেজ গভর্নিং বডির সভাপতি ছিলেন। তার সম্মানার্থে কলেজের এ নামকরণ করা হয়েছে।
নজরুল/বার্তাকণ্ঠ
জনপ্রিয়

আর্থিক সাহায্য চেয়ে জারার পোস্ট, সাত ঘণ্টায় পেলেন যত লাখ টাকা

সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজে আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশের সময় : ০৯:১৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
সাজ্জাদ হোসেন হৃদয়, কিশোরগঞ্জ।। 
শুদ্ধ রাজনীতির বিশুদ্ধ নেতা সৈয়দ আশরাফুল ইসলাম এর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজ প্রাঙ্গণে মঙ্গলবার (০৪ জানুয়ারি) বিকেলে কলেজটির অধ্যক্ষ শরীফ আহমদ সাদী’র সভাপতিত্বে আলোচনা সভায় সংক্রান্ত বক্তৃতা করেন সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঁইয়া, আলোচনা করেন জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. শামসুল ইসলাম খান মাসুম।
সংক্ষিপ্ত আলোচনা কলেজটির সাবেক অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, সৈয়দ আশরাফ সাহেব এক অসাধারণ চরিত্র এবং গুণের অধিকারী ছিলেন। আমি যখন এই কলেজের অধ্যক্ষ ছিলাম তখন সৈয়দ আশরাফ সাহেব কলেজের পরিচালনা পরিষদের সভাপতি। তার ব্যবহার ছিল অমায়িক এবং তিনি সকলকেই খুব শ্রদ্ধার সাথে সম্বোধন করতেন। যখনই দেখা হয়েছে, কথা হয়েছে আমাকে স্যার বলে সম্বোধন করতেন। আমি সহ কলেজ গভর্নিং বডিতে আরো অনেকেই ভিন্ন রাজনৈতিক মতাদর্শের ছিলাম কিন্তু সৈয়দ আশরাফ সাহেব তার কথাবার্তা আচার আচরণ দিয়ে আমাদেরকে মুগ্ধ করেছেন। এ কারণে তিনি দলমতের উর্ধ্বে সবার কাছে গ্রহণযোগ্য।
উক্ত সভার সভাপতি কলেজ অধ্যক্ষ শরীফ আহমদ সাদী বলেন, সৈয়দ আশরাফুল ইসলাম তাঁর মেধা ও প্রজ্ঞার দিয়ে বিদ্যমান রাজনৈতিক অপসংস্কৃতি পরিবর্তন করে পরিশীলিত ও পরিশুদ্ধ রাজনীতির সূচনা করেছিলেন। এই প্রতিষ্ঠানের পরিপূর্ণ রূপদান সবচেয়ে বেশি অবদান রেখেছেন তিনি। স্থানীয় সংসদ সদস্য হিসেবে অনেক কলেজের পরিচালনা পরিষদের দায়িত্ব পালনে ওনাকে অনুরোধ করা হলেও তিনি কখনোই রাজি হননি। কিন্তু একমাত্র এই একটি কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ছিলেন তিনি।
আলোচনা শেষে সৈয়দ আশরাফুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা সাইকুল ইসলাম। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ ছাড়াও কলেজ সংলগ্ন এলাকার সকল মতের জনসাধারণের উপস্থিতি ছিল।
উল্লেখ্য, ‘বিউটি অফ পলিটিক্স’ হিসেবে পরিচিত সৈয়দ আশরাফুল ইসলাম এর নামে বাংলাদেশে প্রথম একটি কলেজ হয়েছে। কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ। জীবিত সময়ে তিনি উক্ত কলেজ গভর্নিং বডির সভাপতি ছিলেন। তার সম্মানার্থে কলেজের এ নামকরণ করা হয়েছে।
নজরুল/বার্তাকণ্ঠ