বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কলারোয়ায় ২৭ কেজি রূপার গহনাসহ আটক ২ 

আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরো ।।
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ২৭ কেজি রূপার গহনাসহ দুই জনকে আটক করেছে বিজিবি ও পুলিশ সদস্যরা।
শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকালে রূপাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ভাদিয়ালী গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে বেলাল হোসেন ও আব্দুল হাকিমের ছেলে শরীফ হোসেন।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, কাকডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি সদস্যরা বেলাল ও শরীফকে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় বিজিবি ও কলারোয়া থানা পুলিশ যৌথভাবে তাদেরকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের কাছে থাকা ২৭ কেজি রূপার গহনা জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।
জনপ্রিয়

তারেক রহমানের প্রত্যাবর্তন: যশোর থেকে যোগ দেবেন লক্ষাধিক নেতাকর্মী

কলারোয়ায় ২৭ কেজি রূপার গহনাসহ আটক ২ 

প্রকাশের সময় : ০৯:৩৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২
আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরো ।।
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে ২৭ কেজি রূপার গহনাসহ দুই জনকে আটক করেছে বিজিবি ও পুলিশ সদস্যরা।
শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশকালে রূপাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ভাদিয়ালী গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে বেলাল হোসেন ও আব্দুল হাকিমের ছেলে শরীফ হোসেন।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, কাকডাঙ্গা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি সদস্যরা বেলাল ও শরীফকে চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় বিজিবি ও কলারোয়া থানা পুলিশ যৌথভাবে তাদেরকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের কাছে থাকা ২৭ কেজি রূপার গহনা জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।