
মীর দুলাল, হবিগঞ্জ জেলা প্রতিনিধি।।
ঢাকা -সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জে পিকআপ ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে আহত ৬!
সোমবার (২৪ জানুয়ারি ) বিকাল ৪.৩০ মিনিটের সময় শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে রাস্তায় ঢাকাগ্রামী মাইক্রোবাস ও বিপরিত দিক থেকে আসা পিক আপ ভ্যান মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে মাইক্রোবাসে থাকা ৬ যাত্রী গুরুতর আহত হয়।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ৬ জন কে উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন।আহতদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মঈনুল হক।
তিনি জানান দুর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়ে আহত দের উদ্ধার করে চিকিৎসা দেওয়া জন্য হাসপাতালে প্রেরণ করা হয়।
নিজস্ব সংবাদদাতা 







































