সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইসি বিলে রাষ্ট্রপতির সম্মতি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশের সময় : ১০:৪০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
  • ১৩১

ফাইল ছবি

শনিবার (২৯ জানুয়ারি) সংসদে পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল ২০২২ এ সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে মহান জাতীয় সংসদে পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২- এ তার সদয় সম্মতি প্রদান করেছেন।

নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপ্রতি সংসদে পাস হওয়া কোনো বিলে সম্মতি দিলে তা আইনে পরিণত হয়। সরকার এখন আনুষ্ঠানিকভাবে নতুন আইনটির গেজেট প্রকাশ করবে। এরপরই আসবে সার্চ কমিটির ঘোষণা, যেটিও গেজেট আকার প্রকাশ করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশন গঠনে এই আইনটি সংসদে পাস হয়।

জনপ্রিয়

যশোরে ছুরিকাঘাতে দুই যুবক জখম

ইসি বিলে রাষ্ট্রপতির সম্মতি

প্রকাশের সময় : ১০:৪০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২

শনিবার (২৯ জানুয়ারি) সংসদে পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল ২০২২ এ সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আজ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশনে মহান জাতীয় সংসদে পাস হওয়া প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল, ২০২২- এ তার সদয় সম্মতি প্রদান করেছেন।

নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপ্রতি সংসদে পাস হওয়া কোনো বিলে সম্মতি দিলে তা আইনে পরিণত হয়। সরকার এখন আনুষ্ঠানিকভাবে নতুন আইনটির গেজেট প্রকাশ করবে। এরপরই আসবে সার্চ কমিটির ঘোষণা, যেটিও গেজেট আকার প্রকাশ করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) নির্বাচন কমিশন গঠনে এই আইনটি সংসদে পাস হয়।