রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬, ২০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

পাকুন্দিয়ার ৯টি ইউপিতে ভোট কাল, বিদ্রোহী নিয়ে বিপাকে আ.লীগ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ০৯টি ইউনিয়নে আগামীকাল অনুষ্ঠিত হবে ৬ষ্ট ধাপে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ। মোট ৯৩টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটদান করবেন ভোটাররা। এদিকে নির্বাচনের প্রচারণা শেষে এখন চলছে চূড়ান্ত হিসেব নিকাশ। অপরদিকে ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশে ভোট প্রদান নিয়ে ভোটারদের মাঝে বিরাজ করছে উৎকণ্ঠা ও আতঙ্ক।
উপজেলার ৯টি ইউনিয়নে দলীয় প্রতীকে নির্বাচন হলেও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৩ জন। এরমধ্যে ৯টি ইউনিয়নেই নৌকা প্রতীকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীসহ পাশাপাশি ০৭টি ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী, ০৩টি ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী এবং ১টি ইউনিয়নে জাসদ প্রার্থী রয়েছেন। এছাড়াও চেয়ারম্যান পদে বাকী ৩৩ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে তিন বর্তমান চেয়ারম্যানসহ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ১৩ জন এবং ৭টি ইউনিয়নে বিএনপি’র ১০ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
এদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে রয়েছে, ইউনিয়নগুলোতে চলছে চরম গৃহদাহ। দল সমর্থিত প্রার্থী ইস্যুতে বিভক্ত হয়ে পড়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। ইউপি নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকেই হামলা-পাল্টা হামলাসহ অভিযোগ পাল্টা অভিযোগে শেষ হয়েছে প্রচার-প্রচারণা। ফলে কেন্দ্রের সার্বিক পরিবেশ নিয়ে ভোটারদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
পাকুন্দিয়া উপজেলার ৯টি ইউনিয়ন নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি নিয়ে জেলা প্রধান নির্বাচন কর্মকর্তা আশ্রাফুল আলম দৈনিক বার্তাকণ্ঠকে বলেন, ইতোমধ্যেই নির্বাচনী সরঞ্জামাদি প্রতিটি কেন্দ্রে পৌঁছেছে। প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ০৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। প্রতিটি ভোটকেন্দ্রে সার্বিক পরিবেশ উৎসবমুখর রাখার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আহ্বান জানানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
নজরুল/বার্তাকণ্ঠ
জনপ্রিয়

“পুনাক”কতৃক শ্রীমঙ্গলে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ 

পাকুন্দিয়ার ৯টি ইউপিতে ভোট কাল, বিদ্রোহী নিয়ে বিপাকে আ.লীগ

প্রকাশের সময় : ০৪:৪৪:১৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ০৯টি ইউনিয়নে আগামীকাল অনুষ্ঠিত হবে ৬ষ্ট ধাপে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ। মোট ৯৩টি কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটদান করবেন ভোটাররা। এদিকে নির্বাচনের প্রচারণা শেষে এখন চলছে চূড়ান্ত হিসেব নিকাশ। অপরদিকে ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশে ভোট প্রদান নিয়ে ভোটারদের মাঝে বিরাজ করছে উৎকণ্ঠা ও আতঙ্ক।
উপজেলার ৯টি ইউনিয়নে দলীয় প্রতীকে নির্বাচন হলেও চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৩ জন। এরমধ্যে ৯টি ইউনিয়নেই নৌকা প্রতীকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীসহ পাশাপাশি ০৭টি ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী, ০৩টি ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী এবং ১টি ইউনিয়নে জাসদ প্রার্থী রয়েছেন। এছাড়াও চেয়ারম্যান পদে বাকী ৩৩ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে তিন বর্তমান চেয়ারম্যানসহ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ১৩ জন এবং ৭টি ইউনিয়নে বিএনপি’র ১০ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
এদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে রয়েছে, ইউনিয়নগুলোতে চলছে চরম গৃহদাহ। দল সমর্থিত প্রার্থী ইস্যুতে বিভক্ত হয়ে পড়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। ইউপি নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকেই হামলা-পাল্টা হামলাসহ অভিযোগ পাল্টা অভিযোগে শেষ হয়েছে প্রচার-প্রচারণা। ফলে কেন্দ্রের সার্বিক পরিবেশ নিয়ে ভোটারদের মাঝে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
পাকুন্দিয়া উপজেলার ৯টি ইউনিয়ন নির্বাচনের সর্বশেষ প্রস্তুতি নিয়ে জেলা প্রধান নির্বাচন কর্মকর্তা আশ্রাফুল আলম দৈনিক বার্তাকণ্ঠকে বলেন, ইতোমধ্যেই নির্বাচনী সরঞ্জামাদি প্রতিটি কেন্দ্রে পৌঁছেছে। প্রতিটি কেন্দ্রে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ০৩ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। প্রতিটি ভোটকেন্দ্রে সার্বিক পরিবেশ উৎসবমুখর রাখার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আহ্বান জানানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
নজরুল/বার্তাকণ্ঠ