রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শরণখোলায় গৃহস্থের ঘর থেকে বিষধর র‍্যাট স্নেক উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় গৃহস্থের ঘর থেকে একটি বিষধর র‍্যাট স্নেক (সাপ) উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছ।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চালরায়েন্দা গ্রামের ফিলিপ জোমাদ্দার তার ঘরের বাড়ান্দায় সাপটি দেখতে পান। এ সময় ঘরের  পরিবারের লোকজন সাপের ভয়ে আতংকিত হয়ে পড়ে । পরে স্থানীয় সামসু গারুলী নামের  ব্যক্তিকে খবর দিলে তিনি সাপটি উদ্ধার করেন  ।
পুর্ব সুন্দরবনের শরণখোলা ষ্টেশন কর্মকর্তা মোঃ আঃ মান্নান জানান, সাপ উদ্ধারের বিষয়টি জানতে পেরে  তারা সুন্দরবন রক্ষা বিষয়ক ওয়াইল্ড টীমের সদস্যদের খবর দেন । বনরক্ষি এবং ওয়াইল্ড টীমের সদস্যরা  সাপটি  শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসেন । বৃহস্পতিবার দুপুরের দিকে আট ফুট লম্বা বিষধর দাড়াস সাপটি অফিস সংলগ্ন বনে ছেড়ে দেওয়া হয়।
বার্তাকণ্ঠ/এন
জনপ্রিয়

মব শব্দ ব্যবহারের আগে সংযত হওয়া উচিত: তাজুল ইসলাম

শরণখোলায় গৃহস্থের ঘর থেকে বিষধর র‍্যাট স্নেক উদ্ধার

প্রকাশের সময় : ০৩:১০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২
বাগেরহাটের শরণখোলায় গৃহস্থের ঘর থেকে একটি বিষধর র‍্যাট স্নেক (সাপ) উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছ।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চালরায়েন্দা গ্রামের ফিলিপ জোমাদ্দার তার ঘরের বাড়ান্দায় সাপটি দেখতে পান। এ সময় ঘরের  পরিবারের লোকজন সাপের ভয়ে আতংকিত হয়ে পড়ে । পরে স্থানীয় সামসু গারুলী নামের  ব্যক্তিকে খবর দিলে তিনি সাপটি উদ্ধার করেন  ।
পুর্ব সুন্দরবনের শরণখোলা ষ্টেশন কর্মকর্তা মোঃ আঃ মান্নান জানান, সাপ উদ্ধারের বিষয়টি জানতে পেরে  তারা সুন্দরবন রক্ষা বিষয়ক ওয়াইল্ড টীমের সদস্যদের খবর দেন । বনরক্ষি এবং ওয়াইল্ড টীমের সদস্যরা  সাপটি  শরণখোলা রেঞ্জ অফিসে নিয়ে আসেন । বৃহস্পতিবার দুপুরের দিকে আট ফুট লম্বা বিষধর দাড়াস সাপটি অফিস সংলগ্ন বনে ছেড়ে দেওয়া হয়।
বার্তাকণ্ঠ/এন