
কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকরের মৃত্যুতে দুই দিনের রাষ্ট্রীয় শোক পালন করছেন ভারতবাসী।
গত রাতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য হয়। শ্রদ্ধা জানান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশিষ্ট ব্যক্তিরা। এর আগে সুরসম্রাজ্ঞীর বাসভবন প্রভুকুঞ্জ থেকে শিবাজি পার্ক পর্যন্ত শবযাত্রায় অংশ নেন হাজারো ভক্ত-অনুরাগী।
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যের অংশ হিসেবে কোকিলকণ্ঠী এ শিল্পীর মরদেহ ভারতের জাতীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়। জানানো হয় গানস্যালুট। শেষ বিদায় জানাতে মুম্বাই ছুটে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রদ্ধা জানাতে প্রভুকুঞ্জে ছুটে যান বলিউডের কিংবদন্তি নায়ক অমিতাভ বচ্চন।
লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা ভারত। ঘোষণা করা হয়েছে দুদিনের রাষ্ট্রীয় শোক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লতার মৃত্যুকে দেশের বিরাট শূন্যতা আখ্যা দিয়ে গভীর শোক জানিয়েছেন। শোক জানিয়েছেন বিরোধী নেতা রাহুল গান্ধি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বলিউড সিনেমার হাজারো গানে কণ্ঠ দেওয়া এ শিল্পীর প্রয়াণে শোকার্ত বলি-তারকারাও। সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি ক্রিকেট তারকা ও ক্রীড়াঙ্গনের মানুষ শোক জানিয়েছেন গুণী এই শিল্পীর মৃত্যুতে।
আন্তর্জাতিক ডেস্ক 







































