মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আন্দোলনের এক ধাক্কাতেই সার্চ কমিটি থাকবে না: আমান

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশের সময় : ০৬:২০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
  • ১৩১

সংগৃহীত ছবি

আন্দোলনের এক ধাক্কাতেই সার্চ কমিটি আর নির্বাচন কমিশন থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র পুনরুদ্ধারে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আমান বলেন, শেখ হাসিনার ক্ষমতা আর বেশিদিন নেই। সার্চ কমিটি আর নির্বাচন কমিশন, এগুলো তো আন্দোলনের এক ধাক্কাতেই চলে যাবে।

বিএনপির এই নেতা বলেন, আমেরিকা শুধু র‌্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে নিষেধাজ্ঞা দেবে, ইনশাল্লাহ্। শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে ক্ষমতায় থাকতে পারবে না।

তিনি বলেন, সরকারের যেসব মন্ত্রী সচিবালয়ে বসেছে এদেশের জনগণ তাদের সেখান থেকে বের করে নিয়ে আসবে। জনগণ বর্তমান অবৈধ সরকারের পতন ঘটাবে। সেজন্য নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নিতে বলেন তিনি।

জনপ্রিয়

সিরাজগঞ্জ সিজেডএমের উদ্যোগে ৬০০ হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের কৈজুরি পাথালিয়াপাড়া এলাকায় সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর জীবিকা উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ৬০০ হতদরিদ্র নারী ও পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৈজুরি বাজার জামে মসজিদের ইমাম ও কৈজুরি মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা মো. জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন একই মাদ্রাসার শিক্ষক আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিজেডএমের জীবিকা উন্নয়ন কেন্দ্র, শাহজাদপুর উপজেলা শাখার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. ইসমাইল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন একাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার হাফিজুর রহমান, ফিল্ড অফিসার মো. শহিদুল ইসলামসহ জীবিকা উন্নয়ন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র পেয়ে উপকারভোগী নারী ও পুরুষরা সন্তোষ প্রকাশ করেন এবং শীত মৌসুমে এ সহায়তাকে সময়োপযোগী ও মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

আন্দোলনের এক ধাক্কাতেই সার্চ কমিটি থাকবে না: আমান

প্রকাশের সময় : ০৬:২০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২

আন্দোলনের এক ধাক্কাতেই সার্চ কমিটি আর নির্বাচন কমিশন থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে গণতন্ত্র পুনরুদ্ধারে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আমান বলেন, শেখ হাসিনার ক্ষমতা আর বেশিদিন নেই। সার্চ কমিটি আর নির্বাচন কমিশন, এগুলো তো আন্দোলনের এক ধাক্কাতেই চলে যাবে।

বিএনপির এই নেতা বলেন, আমেরিকা শুধু র‌্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে নিষেধাজ্ঞা দেবে, ইনশাল্লাহ্। শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে ক্ষমতায় থাকতে পারবে না।

তিনি বলেন, সরকারের যেসব মন্ত্রী সচিবালয়ে বসেছে এদেশের জনগণ তাদের সেখান থেকে বের করে নিয়ে আসবে। জনগণ বর্তমান অবৈধ সরকারের পতন ঘটাবে। সেজন্য নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নিতে বলেন তিনি।