বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দুই হুদা জাতিকে বেহুদা বানানোর চেষ্টা করেছে: রিজভী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশের সময় : ১১:১৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
  • ১৪৮

ছবি: সংগৃহীত

১০ বছর ধরে দুজন হুদা গোটা জাতিকে বেহুদা বানানোর চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএন‌পির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব অ্যাডভোকেট রুহুল ক‌বির রিজভী।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ‘নির্বাচন কমিশন গঠনের নাটক এবং নিরপেক্ষ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, একজন হলেন রকিবুল হুদা ও অন্যজন হলেন নুরুল হুদা। একজন ১৫৩ জনকে বিনাভোটে নির্বাচিত করিয়েছে, আরেকজন নিশিরাতে ভোট করেছে।

সভায় বর্তমান সার্চ কমিটি হুদা কমিশনের চাইতেও বড় কোনো বেহুদা কমিশন বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, এ চেষ্টার মূল উদ্দেশ্যই হলো জনগণকে শোষণ করবে। আরও টাকা বিদেশে পাচার হবে।

‌সদ্যবিদায়ী নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের ‘গণতন্ত্র একটা লাশ’ মন্তব্যের জের ধরে রিজভী বলেন, গণতন্ত্রের লাশ শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে। এরপর গণতন্ত্রের কঙ্কালের হাড়গোড় মাটির সঙ্গে মিশে যাবে। এ সময় সদ্যবিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সমালচনা করে বিএনপি এই নেতা বলেন, তার কোনো ব্যর্থতা নেই, তিনি সফল। কারণ, ইভিএম মেশিন কেনায় শত শত কোটি টাকা দুর্নীতির সফলতা তার। কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য কোটি কোটি টাকা দুর্নীতির সফলতা তো নুরুল হুদার সফলতা।

সভায় সভাপ‌তি‌ত্ব করেন আ‌য়োজক সংগঠ‌নের সভাপ‌তি ঢালী আ‌মিনুল ইসলাম রিপ‌ন। এতে আরও বক্তব্য রাখেন বিএন‌পির যুগ্ম মহাস‌চিব খায়রুল ক‌বির খোকন, সহসাংগঠ‌নিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

জনপ্রিয়

ডেইলি স্টার ভবনে হামলার ঘটনায় আকাশ গ্রেপ্তার

দুই হুদা জাতিকে বেহুদা বানানোর চেষ্টা করেছে: রিজভী

প্রকাশের সময় : ১১:১৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২

১০ বছর ধরে দুজন হুদা গোটা জাতিকে বেহুদা বানানোর চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএন‌পির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব অ্যাডভোকেট রুহুল ক‌বির রিজভী।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ‘নির্বাচন কমিশন গঠনের নাটক এবং নিরপেক্ষ নির্বাচন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, একজন হলেন রকিবুল হুদা ও অন্যজন হলেন নুরুল হুদা। একজন ১৫৩ জনকে বিনাভোটে নির্বাচিত করিয়েছে, আরেকজন নিশিরাতে ভোট করেছে।

সভায় বর্তমান সার্চ কমিটি হুদা কমিশনের চাইতেও বড় কোনো বেহুদা কমিশন বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, এ চেষ্টার মূল উদ্দেশ্যই হলো জনগণকে শোষণ করবে। আরও টাকা বিদেশে পাচার হবে।

‌সদ্যবিদায়ী নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের ‘গণতন্ত্র একটা লাশ’ মন্তব্যের জের ধরে রিজভী বলেন, গণতন্ত্রের লাশ শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে। এরপর গণতন্ত্রের কঙ্কালের হাড়গোড় মাটির সঙ্গে মিশে যাবে। এ সময় সদ্যবিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সমালচনা করে বিএনপি এই নেতা বলেন, তার কোনো ব্যর্থতা নেই, তিনি সফল। কারণ, ইভিএম মেশিন কেনায় শত শত কোটি টাকা দুর্নীতির সফলতা তার। কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য কোটি কোটি টাকা দুর্নীতির সফলতা তো নুরুল হুদার সফলতা।

সভায় সভাপ‌তি‌ত্ব করেন আ‌য়োজক সংগঠ‌নের সভাপ‌তি ঢালী আ‌মিনুল ইসলাম রিপ‌ন। এতে আরও বক্তব্য রাখেন বিএন‌পির যুগ্ম মহাস‌চিব খায়রুল ক‌বির খোকন, সহসাংগঠ‌নিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।