
সারাদেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘মুজিববর্ষের অঙ্গীকার-রক্ষা করব ভোটাধিকার’। এ উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলা নির্বাচন কমিশনের আয়োজনে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় উপজেলা নির্বাচন অফিসার ফারহানা শিরীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, একাডেমীক সুপার ভাইজার মোঃ নাসির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃসাইফুল ইসলাম ইসি এস মিলন মিয়া প্রমুখ।
বার্তা/এন
শফিকুল আলম সজীব, জেলা প্রতিনিধি নেত্রকোনা 







































