
নিজেকে বিএনপির নেতা পরিচয় দিয়ে ব্যবসার নাম করে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সেলিম উল্লাহ ওরফে রাইফেল সেলিম নামে এক কথিত বিএনপি ক্যাডারের বিরুদ্ধে জাল জাতিয়াতি ও প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, চকরিয়ার সোসাইটি শাহী জামে মসজিদের ২য় তলা অবস্থিত এস.এস এন্টারপ্রাইজের প্রোপ্রাইটর মো: সেলিম উল্লাহ দীর্ঘ দিন ধরে ঢাকা চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে ব্যবসা কিংবা আর্থিকভাবে লাভবানের প্রলোভন দেখিয়ে শত কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী জানান, ব্যবসায়িক প্রলোভন দেখিয়ে চকরিয়ার মোহাম্মদ সেলিম উল্লাহ (প্রকাশ রাইফেল সেলিম) গত চার মাস আগে তার থেকে ২৯ লাখ টাকা নেয়,এক মাসের মধ্যে পরিশোধ করার লক্ষ্যে ব্যবসায়িক চুক্তি করে।নির্দিষ্ট সময় পাড় হওয়ার পর ও টাকা ফেরত দিতে গরিমসি করে পলাতক রয়েছে।

তথ্য অনুসন্ধানে জানা যায়, মোহাম্মদ সেলিম উল্লাহ প্রকাশ রাইফেল সেলিম, বিএনপি জামায়েত জোট সরকারের আমলে চকরিয়া উপজেলায় সাবেক সংসদ সদস্য এ পি এস সালাউদ্দিনের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত ছিলো এবং প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করতো। আরো জানা যায়, ধৃত প্রতারক সেলিম পুলিশের খাতায় ৩ টি মামলায় পলাতক আসামি এবং তার বিরুদ্ধে ডাকাতি মামলাসহ ১৪ টি মামলা রয়েছে।

এই ব্যাপারে চকরিয়া উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসমানী গনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এই ব্যাপারে আমরা অবগত আছি খুব দ্রুত আটকের চেষ্টা করবো।
বার্তা/এন
এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো 







































