রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অশ্লীল ভিডিও দেখিয়ে শিশু ধর্ষণ, গ্রেফতার ১

ঠাকুরগাঁও সদর উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকন্যাকে মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে নাঈম উদ্দীন শরিফ (২২) নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। একই দিন রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত নাঈম সদরের জগন্নাথপুর ইউনিয়নের হাবীবনগর গ্রামের মঈন উদ্দীনের ছেলে। সে ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাবীবনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে নাঈমের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, নাঈম ওই শিশুর প্রতিবেশি। মঙ্গলবার বিকেল ৪টার দিকে ওই শিশুটি নাঈমদের বাড়িতে আসে। সে সময় শিশুটিকে নাঈম তার ঘরে নিয়ে যায়। এরপর মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে নাঈম শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন নাইমদের বাড়িতে আসেন। তারা শিশুটিকে উদ্ধার করে পরিবারকে ঘটনাটি জানায়।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওই শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড শেয়ার ড. ইউনূসের

অশ্লীল ভিডিও দেখিয়ে শিশু ধর্ষণ, গ্রেফতার ১

প্রকাশের সময় : ০৫:৫৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২

ঠাকুরগাঁও সদর উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকন্যাকে মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে নাঈম উদ্দীন শরিফ (২২) নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে। একই দিন রাত সাড়ে ১১টার দিকে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত নাঈম সদরের জগন্নাথপুর ইউনিয়নের হাবীবনগর গ্রামের মঈন উদ্দীনের ছেলে। সে ঠাকুরগাঁও সরকারি কলেজের শিক্ষার্থী।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাবীবনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় ওই শিশুর বাবা বাদী হয়ে নাঈমের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, নাঈম ওই শিশুর প্রতিবেশি। মঙ্গলবার বিকেল ৪টার দিকে ওই শিশুটি নাঈমদের বাড়িতে আসে। সে সময় শিশুটিকে নাঈম তার ঘরে নিয়ে যায়। এরপর মোবাইল ফোনে অশ্লীল ভিডিও দেখিয়ে নাঈম শিশুটিকে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন নাইমদের বাড়িতে আসেন। তারা শিশুটিকে উদ্ধার করে পরিবারকে ঘটনাটি জানায়।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওই শিশুর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।