
আন্তর্জাতিক ডেস্ক।। ইউক্রেনে রাশিয়ার হামলার আজ নবম দিন। দেশটির কয়েকটি শহর ইতোমধ্যে রুশ সেনারা দখল করে নিয়েছে। এছাড়া কয়েকটি শহরে ইউক্রেন সেনাদের সঙ্গে তীব্র লড়াই চলছে।
গত ১ মার্চ মার্কিন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সারের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, ৪০ কিলোমিটার দীর্ঘ রুশ সেনাবহর ইউক্রেনের রাজধানী কিয়েভের পথে অগ্রসর হচ্ছে। যদিও মার্কিন গোয়েন্দারা বলছে, রুশ সেনাবহর যেখানে ছিল সেখানেই আছে। তারা কিয়েভের পথে খুব বেশি অগ্রসর হতে পারেনি।
শুক্রবার ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, রুশ সেনারা রাজধানী কিয়েভ ঘিরে ফেলার দিকে নজর দিচ্ছে। তবে ইউক্রেনের সেনারা তাদের কিয়েভ থেকে ৬০ কিলোমিটার দূরে মাকারোভ এলাকায় আটকে দিয়েছে।বিবৃতিতে আরও বলা হয়েছে, রাশিয়ার সশস্ত্র বাহিনী অধিকাংশ রিজার্ভ ফোর্স ব্যবহার করেছে। দক্ষিণ এবং পূর্ব অঞ্চলের সামরিক জেলা থেকে তারা আরও বাহিনী নিয়ে আসছে।
বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক বক্তব্যে বলেন, ইউক্রেনে যুদ্ধ ‘পরিকল্পনা’ অনুসারেই এগোচ্ছে। যদিও কয়েকটি দেশের গোয়েন্দারা দাবি করেছেন, রুশ বাহিনী সঠিক পরিকল্পনা অনুসারে ইউক্রেনে অভিযানে ব্যর্থ হয়েছে।
নিজস্ব সংবাদদাতা 







































