শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ইউক্রেনের ৪ শহরে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

সংগৃহীত ছবি

আটকেপড়া সাধারণ মানুষদের নিরাপদে বের হওয়ার সুযোগ দিতে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের ৪ শহরে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া।

রাশিয়ার স্থানীয় সময় সোমবার (৭ মার্চ) সকাল ১০টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

শহরগুলো হলো- কিয়েভ, খারকিভ, মারিউপোল এবং সুমি।

রুশ সংবাদ মাধ্যম ইন্টারফেক্সের বরাত দিয়ে আলজাজিরা আরও বলছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই চারটি শহরে হামলা বন্ধ করে মানবিক করিডোর খুলে দেবে রুশ সামরিক বাহিনী।

এদিকে যুদ্ধের ১২মত দিনে ইউক্রেনের বন্দরনগরী মাইকোলেইভে নতুন করে রুশ গোলাবর্ষণের অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেনের প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১১ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৩৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও সংস্থাটি বলেছে, এটি নিশ্চিত যে প্রকৃত হতাহতের সংখ্যা হয়তো অনেক বেশি।

সূত্র : আলজাজিরা

জনপ্রিয়

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান, মির্জা ফখরুলের যে বার্তা

ইউক্রেনের ৪ শহরে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

প্রকাশের সময় : ০২:০০:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২

আটকেপড়া সাধারণ মানুষদের নিরাপদে বের হওয়ার সুযোগ দিতে রাজধানী কিয়েভসহ ইউক্রেনের ৪ শহরে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া।

রাশিয়ার স্থানীয় সময় সোমবার (৭ মার্চ) সকাল ১০টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

শহরগুলো হলো- কিয়েভ, খারকিভ, মারিউপোল এবং সুমি।

রুশ সংবাদ মাধ্যম ইন্টারফেক্সের বরাত দিয়ে আলজাজিরা আরও বলছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই চারটি শহরে হামলা বন্ধ করে মানবিক করিডোর খুলে দেবে রুশ সামরিক বাহিনী।

এদিকে যুদ্ধের ১২মত দিনে ইউক্রেনের বন্দরনগরী মাইকোলেইভে নতুন করে রুশ গোলাবর্ষণের অভিযোগ উঠেছে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেনের প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১১ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ৩৬৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও সংস্থাটি বলেছে, এটি নিশ্চিত যে প্রকৃত হতাহতের সংখ্যা হয়তো অনেক বেশি।

সূত্র : আলজাজিরা