
শরণখোলা থানা পুলিশ রবিবার দুপুরে উত্তর সাউথখালী গ্রাম থেকে তাহিরা আক্তার (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে। উদ্ধারকৃত লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, পুলিশ খবর পেয়ে উপজেলার উত্তর সাউথখালী গ্রামের মৃতঃ আঃ বারেক হাওলাদারের ঘর থেকে শিশু তাহিরার লাশ উদ্ধার করে। নিহত তাহিরার পিতা মাতা কর্মসূত্রে চট্রগাম থাকে । শিশুটি ঐ গ্রামের আলী আকবর ও লাইলী বেগম দম্পতির কন্যা। তাহিরা তার দাদী সখিনা বেগমের কাছে থেকে প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়তো। দাদী সখিনা বেগম জানান, রবিবার দুপুরে বসত ঘরের খাটের উপরে তাহিরাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
শরণখোলা থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, শিশু মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করে মুত্যুর সঠিক কোন কারণ জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ এবং থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
বার্তা/এন
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 







































