
ক্রামতোর্স্ক ট্রেন স্টেশনে রাশিয়ার রকেট হামলায় ৩০ জনেরও বেশি মানুষ নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের রাষ্ট্রীয় রেল কোম্পানি।
শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে বিবিসির রাশিয়া-ইউক্রেন যুদ্ধের লাইভ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানায়।
ক্রামতোর্স্ক ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্টেশনগুলোর মধ্যে একটি যা এখনও চালু রয়েছে।
দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, ওই সময় হাজার হাজার মানুষ সেখান থেকে ট্রেনে ওঠার চেষ্টা করছিল।
ইউক্রেনীয় রেলের প্রধান বলেন, দুটি রকেট স্টেশনটিতে আঘাত হেনেছে।
ক্রামতোর্স্ক পূর্ব ইউক্রেন থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে আনার অন্যতম প্রধান পথ হিসেবে ব্যাপকভাবে পরিচিত।
এদিকে, রাজধানী কিয়েভের উত্তর-পশ্চিমে বোরোদিয়াঙ্কা শহরে দুটি ধ্বংসপ্রাপ্ত আবাসিক ভবনের নিচ থেকে ২৬টি মৃতদেহ উদ্ধারের দাবি করেছে ইউক্রেন। আবারও মস্কোর বিরুদ্ধে বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করার অভিযোগ আনল দেশটি।
ইউক্রেনের বোরোদিয়াঙ্কা শহরের পরিস্থিতি পার্শ্ববর্তী বুচা শহরের তুলনায় ‘আরও বেশি ভয়ংকর’ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
জেলেনস্কি বলেন, বোরোদিঙ্কায় ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়েছে… সেখানের পরিস্থিতি আরও বেশি ভয়ংকর। রাশিয়ান দখলদারদের হামলার শিকার হয়েছেন আরও বেশি মানুষ।
শহরটিতে বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য রাশিয়া দায়ী বলে আর কোনো বিস্তারিত তথ্য বা প্রমাণ দেননি তিনি।
আন্তর্জাতিক ডেস্ক 





































