
এবারের ঈদে নির্বিঘ্নে মানুষ বাড়ি যেতে পেরেছেন এবং ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের সন্তুষ্টি প্রকাশ করেছেন। একই সাথে ঈদযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।
আজ শনিবার (৭ মে) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভার শুরুতে যোগাযোগমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
‘জিয়াউর রহমান নির্বাচনে প্রহসন ও ভোট কারচুপির কালচার শুরু করেন’ উল্লেখ করে সভায় শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ কখনো ভোটে পিছিয়ে ছিল না। অতীতে নানা ষড়যন্ত্র করে আমাদের পিছিয়ে রাখা হয়েছে। তবু আমরা এগিয়েছি। নির্বাচনে জিতে সরকার গঠন করেছি। গ্রামের অর্থনীতি শক্তিশালী করছি।’
তিনি আরো বলেন, গ্রামের যাতায়াত ব্যবস্থা ভালো হয়েছে। তৃণমূল থেকে উন্নয়ন হচ্ছে। গ্রামের বাড়ে গিয়ে ঈদ করছে মানুষ। এতে গ্রামে অর্থ সরবরাহ বাড়ে। বিশ্বে অনেক দেশে যা কমে গেছে।
ডেস্ক রিপোর্ট 







































