
২৩ মে সোমবার বেলা ১১টার দিকে আমিনপুর থানার বাধেরহাট বাজারে উক্ত মানববন্ধনের আয়োজন করেন নিহত শিপনের পরিবার এবং এলাকাবাসী।
এ সময় মানববন্ধনে আসা বিক্ষুব্ধ জনগণ অতিলম্বে শিপন হত্যাকারী সকল আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং ফাঁসির শাস্তি দাবি করেন।
এ বিষয়ে আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ রওশন আলী সাংবাদিকদের জানান, শিপন হত্যার সাথে জড়িত ১নং আসামি সম্রাটকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হয়েছি এবং বাকিদেরও গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।
উল্লেখ্য গত ১৪ই মে শনিবার আনুমানিক রাত ৯টার দিকে ভাবিকে উত্তক্তো করার প্রতিবাদ জানালে পাবনা আমিনপুর থানার গোপশ্লোন্দা গ্রামে শিপন নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে একই গ্রামের সম্রাট সৌরভ শাকিব বিজয় সহ আট-দশজন।
পাবনা থেকে আলমগীর কবির পল্লব 







































