
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কবরস্থান থেকে কঙ্কাল চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ জুলাই) রাতে উপজেলার পীরডাঙ্গী সরকারি কবরস্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায় যে, শুক্রবার (২৯ জুলাই) রাতে কবরস্থানের কবর খুঁড়ে বেশ কিছু কঙ্কাল নিয়ে যায় দুর্বৃত্তরা। ১৯টি কবরের বেড়া ভাঙ্গা ছিল, কবরের মাটি খোঁড়ার চিহ্ন পাওয়া গেছে। কঙ্কাল চুরির সময় কবরের পাশে চোরেরা পরনের কাপড় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসেন উপজেলা প্রশাসন। কঙ্কাল চুরি এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও 







































