রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জরুরি বৈঠক ডেকেছে ঐক্যফ্রন্ট

তানজীর মহসিন :

গণফোরাম সভাপতি ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে গণফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ জানিয়েছেন।

বুধবার সাংবাদিকদের মোস্তাক আহমেদ বলেন, একই দিনে বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন গুরুত্বপূর্ণ কথা বলবেন। সংবাদ সম্মেলন শেষ করেই জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে যোগ দেবেন ড. কামাল।

গণফোরামের এ যুগ্ম-সাধারণ সম্পাদক আরও বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনার পাশাপাশি ১৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন জাতীয় প্রেস ক্লাবে বড় ধরনের সমাবেশ করার বিষয়টিও আলোচনায় আসবে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

সুন্দরবনে বনদস্যুদের তান্ডবে শুঁটকি মাছ আহরণে সংকটে জেলেরা

জরুরি বৈঠক ডেকেছে ঐক্যফ্রন্ট

প্রকাশের সময় : ০৭:৫০:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯
তানজীর মহসিন :

গণফোরাম সভাপতি ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে গণফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ জানিয়েছেন।

বুধবার সাংবাদিকদের মোস্তাক আহমেদ বলেন, একই দিনে বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন গুরুত্বপূর্ণ কথা বলবেন। সংবাদ সম্মেলন শেষ করেই জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে যোগ দেবেন ড. কামাল।

গণফোরামের এ যুগ্ম-সাধারণ সম্পাদক আরও বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনার পাশাপাশি ১৩ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকীর দিন জাতীয় প্রেস ক্লাবে বড় ধরনের সমাবেশ করার বিষয়টিও আলোচনায় আসবে।