
শার্শার নাভারণ বাজারের কাঁচামাল ব্যবসায়ী শাহিন হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
সে ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের রঘুনাথ পুর ডাঙ্গী গ্রামের আঃ সাত্তারের ছেলে এবং চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার ইসমাইল হোসেনের ছোট ভাই।
বুধবার (১০ আগস্ট) সকাল ৬ টার দিকে শাহিন বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে যাওয়ার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সুমন ও সুজনের নেতৃত্বে ৮/১০ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও লোহার পাইপ দিয়ে তাঁর ওপর হামলা চালায়। এসময় তাঁর কাছে থাকা নগদ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় শাহিনকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এব্যাপারে শাহিনের বড় ভাই ইসমাইল হোসেন জানান, সোমবার (৮ আগস্ট) উলশী ইউনিয়নের খাজুরা গ্রামের সুমন হোসেনের স্ত্রী আন্না খাতুন তরকারি কিনতে আসে শাহিনের কাঁচামালে আড়তে। মঙ্গলবার (৯ আগস্ট) আন্না খাতুন একশত টাকার একটি ছেড়া নোট এনে শাহিনকে বলে এই টাকা তুমি দিয়েছো পাল্টিয়ে দাও। শাহিন এই ছেড়া টাকা তাকে দেয়নি বলে জানালে তাঁদের মধ্যে বাকবিতন্ডা হয়।
ইসমাইল জানান, বুধবার (১০ আগস্ট) সকালে দিকে শাহিন বাড়ি থেকে বের হয়ে বাজারে উদ্দেশ্যে রওনা হলে… পূর্ব থেকে ওৎ পেতে থাকা মৃত দেলোয়ার হোসেনের ছেলে সুমন, একই এলাকার লিয়াকত হোসেনের ছেলে সুজন সহ ৮/১০ সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে দিয়ে শাহিনকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে করে শাহিন গুরুতর আহত হলে স্হানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয়রা জানান, সুমন ও সুজন এলাকায় মাদক কারবারির সাথে জড়িত। পাশাপাশি চুরি ছিনতাই সহ বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধ মূলক কর্মকান্ডের সঙ্গে লিপ্ত।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান জানান, উলশী ইউনিয়নের খাজুরা গ্রামে এক কাঁচামাল ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মামুনুর রশিদ, স্টাফ রিপোর্টার 






































