
গুচ্ছের অধীনে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে। শনিবার (১৩ আগস্ট) বেলা ১২ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ পরীক্ষা চলবে।
জানা যায়, ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট ৭৫৮৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। বিশ্ববিদ্যালয়ের ৬ টি একাডেমিক ভবন, আইআইইআর ভবন ও ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
‘খ’ ইউনিট সমন্বয়কারী অধ্যাপক মিয়া মো. রাসিদুজ্জামান বলেন, আমাদের পরীক্ষার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।সন্ধ্যার মধ্যেই আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হবে। আশা করছি কোনো সমস্যা ছাড়াই সুশৃঙ্খলভাবেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে।
মোর্শেদ মামুন, ইবি প্রতিনিধি 






































